তামিমকে মিস করবেন মিরাজ, তাসকিন, মুমিনুলরা

তামিম ইকবাল ও তাসকিন আহমেদফাইল ছবি

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। কম তো নয়! এই সময়ে কত ক্রিকেটারদের সঙ্গেই না খেলেছেন তামিম ইকবাল। শুরু করেছিলেন হাবিবুল বাশারের সেই বাংলাদেশের আক্রমণাত্মক ওপেনার হিসেবে। সময়ের পরিক্রমায় ভূমিকা বদলেছে তাঁর। হয়েছেন তাসকিন, শরীফুল, লিটনদের অধিনায়ক, বড় ভাইও।

তাই হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন বিদায় নেওয়ার পর তাসকিন, মিরাজ মুমিনুলরা তাঁদের ‘তামিম ভাই’কে যে মিস করবেন, সেটাই স্বাভাবিক। চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায় বলার পর সামাজিক মাধ্যমে সেই কথাই জানালেন তাসকিন, মুমিনুল হকরা।

আরও পড়ুন

২০১৪ সালে অভিষেকের পর তামিমের সঙ্গে একসঙ্গে ৭৬টি ম্যাচ খেলেছেন তাসকিন। একসঙ্গে খেলেছেন ঘরোয়া ক্রিকেটও। তামিমের বিদায়ের পর ফেসবুকে পোস্টে এই পেসার লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৬০টি। ফেসবুক টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সব সময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে সব সময় মনে পড়বে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন। আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত ও আপনাকে খুব মিস করব। শুভকামনা আপনার জন্য। চিরকাল ভালোবাসি।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তামিম একজন জীবন্ত কিংবদন্তি, ‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।’

আরও পড়ুন