বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে যোগ দিলেন ব্রাভো
টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং পরামর্শক হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে তিনি যোগ দেবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসিবি।
টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ৬২৫টি উইকেটের মালিক ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৫টি আন্তর্জাতিক ম্যাচ। ২০২১ সাল পর্যন্ত সব কটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন দুটি শিরোপা।
আইপিএল থেকে অবসর নিলেও অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ব্রাভো খেলেন এখনো। সম্প্রতি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টি-টোয়েন্টিতে প্রায় সাত হাজার রান করা এ অলরাউন্ডার। এসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্রাভোর খেলার ধরন ও বিনোদনের কারণে বিশ্বজুড়ে তিনি সম্মানিত ও সমাদৃত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে গ্রুপ ‘সি’তে আছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের সব কটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে। স্বাভাবিকভাবেই ত্রিনিদাদের ব্রাভোর অভিজ্ঞতা তাদের কাজে দেবে।
আগেই সহকারী কোচ হিসেবে টি-টোয়েন্টির আরেক ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। সম্প্রতি বিশেষজ্ঞ কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্সকে ভিড়িয়েছে পাপুয়া নিউগিনি।
আফগানিস্তান দলে ব্রাভো কাজ করবেন প্রধান কোচ জোনাথন ট্রট, ব্যাটিং কোচ অ্যান্ড্রু প্যাটিক, বোলিং কোচ হামিদ হাসানের সঙ্গে। এর বাইরে দলটির সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে আছেন শেন ম্যাকডারমট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক লি। ম্যাকডারমট ও লি এর আগে বাংলাদেশ জাতীয় দলে একই ভূমিকায় ছিলেন।
বিশ্বকাপের আগে এরই মধ্যে সেন্ট কিটস ও নেভিসে পৌঁছে গেছে আফগানিস্তান দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করার কথা তাদের। আগামী ৪ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে রশিদ খানের দলের। এর আগে ২৯ ও ৩১ মে যথাক্রমে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো ম্যাচ জিততে ব্যর্থ আফগানিস্তান অবশ্য সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে চলে গিয়েছিল।