আইপিএল কাঁপাতে হায়দরাবাদে ‘বাহুবলী’
কে এসেছেন? ভারতীয় অলরাউন্ডার নীতীশ রেড্ডির প্রশ্ন। স্পিনার রাহুল চাহার আঙুলের ইশারায় জানালেন, ও আসছে। এরপর এই আলাপচারিতায় যোগ দিলেন বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষানও।
কে আসছেন, সেটি তিনি আরও খোলাসা করেছেন। নাম বলেননি, বলেছেন—সে আগুন নিয়ে খেলতে আসছে। সর্বশেষ এই আলাপে যোগ দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। সে চলে এসেছে বলে হায়দরাবাদের সমর্থকদের চোখ রাখতে বললেন অধিনায়ক। প্রশ্ন হচ্ছে, আসছেন কে?
ভক্তদের তা জানতে অপেক্ষা করতে হবে আরও। এরপরই ধীরে ধীরে কানে আসে ভারতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলী’র ব্যাকগ্রাউন্ড মিউজিক। বড় কোনো নাম তো নিশ্চিত!
স্ক্রিনে একজনকেও দেখাও যাচ্ছে, তবে ঝাপসা। হাতে ‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের মতো গদা নয়, তিনি হাঁটছেন ব্যাট হাতে। বোঝাই যাচ্ছে, এই ব্যাট হয়ে উঠতে পারে তাঁর গদা।
হায়দরাবাদ সমর্থকদের অপেক্ষার মুহূর্ত শেষ হয় তখনই। অস্ত্র, মানে ব্যাট হাতের নিচে রেখে মাথা তোলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। ঠিক ‘বাহুবলী’ সিনেমায় প্রভাস যেভাবে গদা হাতের নিচে রেখে মাথা তুলেছিলেন। এসেই ক্লাসেন ঘোষণা দিয়েছেন, চলো আগুন নিয়ে খেলি। এভাবেই দলের সবচেয়ে বড় তারকা ক্লাসেনকে বরণ করে নিয়েছে তাঁর আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দরাবাদের সোশ্যাল মিডিয়া টিম।
এবারের আইপিএলে এমন কিছু অবশ্য নতুন নয়। কেউ এবার দলে যোগ দিচ্ছেন পুষ্পা হয়ে। কেউ আবার কেজিএফের রকি ভাই সেজে। ভারতের সবচেয়ে তারকা বিরাট কোহলিই রকি ভাই হয়ে যোগ দিয়েছেন তাঁর দল বেঙ্গালুরুতে। বলা যায়, মাঠের ক্রিকেট শুরুর আগে সিনেমা আর ক্রিকেটে মিলেমিশে অনেকটা একাকার হয়ে গেছে। মাঠের চিত্রনাট্য কেমন হবে, সেটা জানতে অপেক্ষা আর কয়েক দিনের। আইপিএল যে শুরু হচ্ছে ২২ মার্চ!