কুলদীপ, জয়সোয়াল আর ভারতীয় স্পিনারদের রেকর্ডের এক দিন
প্রথম দিনই ধর্মশালা টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। ইংল্যান্ডকে ২১৮ রানেই অলআউট করে দেওয়ার পর রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়ালের ফিফটিতে দাপুটে অবস্থানে আগেই সিরিজ জয় নিশ্চিত করা দলটি। ধর্মশালার প্রথম দিনে দেখা গেছে কয়েকটি রেকর্ড, যেগুলো এসেছে কুলদীপ যাদব, জয়সোয়াল ও ভারতীয় স্পিনারদের হাত ধরে—
৮ বছর পর প্রতিপক্ষের ১০টি উইকেটই নিলেন ভারতীয় স্পিনাররা। সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়াংখেড়েতে সব কটি উইকেট নিয়েছিলেন স্পিনাররা। সব মিলিয়ে ভারতের ক্ষেত্রে এমন ঘটনা ১১ বার। ইংল্যান্ডের ক্ষেত্রে প্রতিপক্ষের স্পিনারদের কাছে ১০ উইকেট হারানোর এটি ১৫তম ঘটনা, ভারতের বিপক্ষে চতুর্থবার।
টেস্টের প্রথম দিন প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছেন ভারতের স্পিনাররা-এমন ঘটনা সর্বশেষ ছিল ১৯৭৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। দেশের মাটিতে এমন ঘটনা সর্বশেষ ১৯৭৩ সালে চেন্নাইয়ে। সেবারও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
ধর্মশালায় ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে স্পিনারদের সব কটি উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম।
ইংল্যান্ডকে অলআউট করতে ২২০টি বল করেছেন ভারতের স্পিনাররা। কোনো টেস্টের প্রথম ইনিংসে প্রতিপক্ষকে অলআউট করতে এটিই এখন সবচেয়ে কম। আগের রেকর্ড ছিল পাকিস্তানের। ২০২২ সালে ইংল্যান্ডকেই অলআউট করতে তাদের স্পিনারদের লেগেছিল ২৫০টি বল।
প্রথম ভারতীয় বাঁহাতি রিস্ট স্পিনার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন কুলদীপ যাদব। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ১৮৭১ বল। বলের হিসাবে ভারতীয়দের মধ্যে এখন দ্রুততম তিনি। সব দেশের স্পিনারদের মধ্যে কুলদীপ শুধু ইংল্যান্ডের জনি ব্রিগসের (১৫১২) পেছনে।
প্রথম ইনিংসে আউট হওয়ার পর এ সিরিজে যশস্বী জয়সোয়ালের রান। সুনীল গাভাস্কারের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে কোনো দ্বিপক্ষীয় সিরিজে কমপক্ষে ৭০০ রান করলেন তিনি। গাভাস্কারের এ কীর্তি ছিল দুবার-১৯৭০-৭১ মৌসুমে ৭৭৪ ও ১৯৭৮-৭৯ মৌসুমে ৭৩২। দুবারই প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। গাভাস্কারকে ছাড়িয়ে যেতে জয়সোয়াল পেতে পারেন আরও একটি ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড অবশ্য এরই মধ্যে ভেঙে ফেলেছেন জয়সোয়াল। আগের সর্বোচ্চ ছিল বিরাট কোহলির ৬৫৫ রান, ২০১৬ সালে।
এ ইনিংসের পথে টেস্টে ১ হাজার রানও হয়ে গেছে জয়সোয়ালের। তাঁর লেগেছে ১৬ ইনিংস, ভারতীয়দের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। অভিষেকের পর থেকে এ মাইলফলক ছুঁতে তাঁর লাগল ২৩৯ দিন, এ ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দ্রুততম তিনি।
ম্যাচের হিসাবে জয়সোয়ালের লেগেছে ৯টি টেস্ট। ডন ব্র্যাডম্যানের (৭) পর হারবার্ট সাটক্লিফ, জর্জ হেডলি ও এভারটন উইকসের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।