তাসকিন বাংলাদেশের ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন

৫৭ রানে পাকিস্তানের ৩ উইকেট নিয়েছেন তাসকিনএএফপি

১৭-২-৫৭-৩।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং বিশ্লেষণ এটা। প্রায় দেড় বছর পর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনটা স্মরণীয়ই করে রেখেছেন তাসকিন। বাংলাদেশকে প্রথম উইকেটটিও এনে দিয়েছেন তিনি। তা–ও আবার দিনের প্রথম ওভারেই।

সব মিলিয়ে ফেরাটা খুব উপভোগই করেছেন তাসকিন। বৃষ্টির কারণে গতকাল টেস্টের প্রথম দিনটা ভেসে গেছে বৃষ্টিতে। আজই প্রথম ইনিংস শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলাটা উপভোগ করাসহ নানা বিষয়ে কথা বলেছেন তাসকিন। বাংলাদেশের ব্যাটসম্যানদেরও একটা পরামর্শ দিয়ে রেখেছেন তিনি।

আরও পড়ুন
পাকিস্তানের বিপক্ষে খেলাটা উপভোগ করেছেন, এমনটাই বলেছেন তাসকিন
এএফপি

ফিরেই উইকেটের দেখা পাওয়া নিয়ে তাসকিন বলেছেন, ‘দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ। আমি উপভোগ করেছি খেলাটা, সেই সঙ্গে কিছুটা সংগ্রামও করতে হয়েছে। পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক থাকতে পারব। এখানে মানিয়ে নেওয়ার কিছু ব্যাপার রয়েছে। দারুণ উপভোগ করেছি আজ।’

নিজের দারুণ ফেরা নিয়ে অবশ্য উড়তে চাইছেন না তাসকিন। তাঁর কাছে দলীয় সাফল্যই আসল, ‘অনেক দিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল। খেলা তো এখনো শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংস আছে। জেতাটাই মূল লক্ষ্য। দল সবার আগে।’

আরও পড়ুন
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দলে ফিরেই উইকেট পেয়েছেন তাসকিন
এএফপি

দলের আরেক পেসার তরুণ নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেছেন, ‘নাহিদ রানা দারুণ প্রতিভা। সে টানা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে যেতে পারে। ১৫০–এর কাছাকাছিও যেতে পারে। দারুণ ক্রিকেটার সে। প্রতিনিয়ত ভালো করছে সে, শিখছেও।’

পাকিস্তানের বোলিং বিভাগ নিয়েও কথা বলেছেন তাসকিন, ‘তারা দারুণ বোলিং ইউনিট। অতটা দেখা হয়নি এখনো। প্রথম টেস্টে যা দেখলাম, তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলতে চাইব, নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’

আরও পড়ুন