টেস্ট হোক বার্ষিক, উইম্বলডনের মতো—বললেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক
টেস্ট ক্রিকেট যেভাবে চলছে, ভবিষ্যতে তা বদলে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে। বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে একজন ক্রিকেটারকে বছরে বেশির ভাগ সময় খেলার মধ্যে থাকতে হয়। এ কারণে বেন স্টোকসের মতো কেউ কেউ একটি বা দুটি সংস্করণ ছেড়ে দিচ্ছেন। বাদালের মতে, টেস্ট ক্রিকেটকে কার্যকর করতে চাইলে এটিকে বার্ষিক টুর্নামেন্টে রূপান্তরিত করতে হবে, অনেকটা টেনিসের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের মতো।
রাজস্থান রয়্যালসের মালিক এমন সময়ে টেস্টের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করলেন, যখন আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির প্রস্তাব দিচ্ছে, যা কার্যকর হলে ক্রিকেটাররা জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজির কাছে দায়বদ্ধ থাকবেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ছুটি নিয়ে।
ক্রিকেটের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে বাদাল কথা বলেছেন বিবিসি স্পোর্টসের পডকাস্ট টেইলএন্ডারসে। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে ছাড়ার সময় ‘খুব বেশি ক্রিকেট খেলা হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন। খেলোয়াড়েরা ‘গাড়ি নয়’ যে ‘জ্বালানি ভরে’ নতুনভাবে শক্তি সঞ্চার করা যাবে বলেও যুক্তি দেন।
স্টোকসের কথার সূত্র ধরে বাদালে বলেন, ‘টেস্ট ক্রিকেটকে কার্যকর করে তুলতে এটাকে ইভেন্টের চেয়ে বেশি কিছু হিসেবে তৈরি করতে হবে। প্রতিবছর একই সময়ে, অল্প কিছু দেশ যারা সত্যিকারভাবেই পারে, তাদের মধ্যে খেলা হওয়া উচিত; যেখানে লর্ডস হবে উইম্বলডনের মতো, ইভেন্ট হবে মনে রাখার মতো।’
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত বাদ দিলে পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের দর্শক কমেছে সব দেশেই।
ভবিষ্যৎ দর্শকদের কথা মাথায় রেখে এখনই টেস্ট ক্রিকেট নিয়ে উদ্যোগ নেওয়ার দরকার বলে মনে করেন বালাদে, ‘স্টোকস টেস্ট খেলতে পছন্দ করে, এ কথা আমি অনেকবার শুনেছি। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দর্শকেরা ভবিষ্যতে কী দেখতে চায়? তাদের কষ্টের আয় কোথায় খরচ করবে? আমি টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছি, এখনো এ সংস্করণ পছন্দ করি। কিন্তু ব্যাপারটা তো আমার নয়। ভারত বা ভারতের বাইরের ১০-১৫ বছর বয়সী দর্শক কী ভাবছে, সেটিই এখানে দেখার বিষয়।’