২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ভুলের তালিকা দিলেন মাইকেল ক্লার্ক

অস্ট্রেলিয়ার ভুলের তালিকা দিলেন মাইকেল ক্লার্কফাইল ছবি

ভারত সফরে ভয়াবহ দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। অনেক ঢাকঢোল পিটিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফি পুনরুদ্ধারের মিশনে এসে সেটি তো খুইয়েছেই তারা, এখন পর্যন্ত পারফরম্যান্স ভুলে যাওয়ার মতোই। নাগপুর আর দিল্লিতে প্রথম দুই টেস্টে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের অসহায় লেগেছে দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার সামনে। নাগপুর টেস্টে ইনিংস হারের পর দিল্লিতে দ্বিতীয় ইনিংসে হুড়মুড় করে ভেঙে পড়েছে তাদের ব্যাটিং। ভারতে এখন পর্যন্ত অস্ট্রেলীয় দলকে দেখে মনে হয়েছে খেলাই ভুলে গেছে তারা।

ভারতের মাটিতে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল দুঃস্বপ্নের মতো
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা। অ্যালান বোর্ডার তো বলেই দিয়েছেন ‘উন্মাদ ও আতঙ্কগ্রস্তের’ মতো ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ম্যাথু হেইডেন ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সকে বলেছেন ‘বিপর্যয়কর’। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া না জানিয়ে চিহ্নিত করেছেন অস্ট্রেলিয়া দলের ভুলগুলো। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগপুর ও দিল্লি টেস্টে অস্ট্রেলীয় দলের ভুলের একটা তালিকা দিয়েছেন ক্লার্ক। দুই টেস্টে অস্ট্রেলিয়ার কৌশলেই সমস্যা ছিল বলে মনে করেন তিনি।

কামিন্সের অধিনায়কত্ব ভালো লাগেনি ক্লার্কের
ছবি: টুইটার

প্রস্তুতি ম্যাচ না খেলা

মাইকেল ক্লার্ক মনে করেন ভারত সফরে অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট খেলতে নেমে গেছে। এটা ছিল বড় ভুল। ভারতের উইকেটে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলে টেস্ট খেলতে নামা উচিত ছিল বলে মনে করেন ক্লার্ক।

আরও পড়ুন

টেস্ট ম্যাচের একাদশ

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার দল নির্বাচন ছিল ‘বিশাল ভুল’, মনে করেন ক্লার্ক।

নাগপুরে দুই ইনিংসেই রিভার্স সুইপ করে আউট হয়েছেন অ্যালেক্স ক্যারি
ছবি: এএফপি

মাত্রাতিরিক্ত সুইপ খেলা

ভারতীয় স্পিনারদের সুইপ খেলে মোকাবিলা করার বিষয়টি ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভুল পরিকল্পনা। দুটি টেস্টেই ব্যাটসম্যানরা ইনিংসের শুরু থেকেই সুইপ খেলা শুরু করেছিল, যেটি তাদের বিপর্যয়ের কারণ হয়েছে বলে মনে করেন ক্লার্ক।

আরও পড়ুন

‘ভি’ এলাকায় না খেলা

মাইকেল ক্লার্ক মনে করেন ভারতের মাটিতে সোজা ব্যাটে স্পিনের অনুকূলে খেলাই সেরা কৌশল। অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা এটি করেনি।

অধিনায়কত্ব

প্যাট কামিন্সের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা আছে মাইকেল ক্লার্কের। দিল্লি টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ক্লার্কের ফিল্ডিং সাজানোতে গলদ ছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।