২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা যাবে না আলোক প্রদর্শনী

ধর্মশালায় গত শনিবার অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড ম্যাচের মাঝে আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলছবি: এএফপি

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্যে কোনো আলোক প্রদর্শনী দেখা যাবে না। শুধু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচই নয়, আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও আলোক প্রদর্শনী দেখা যাবে না।

মুম্বাইয়ের হাইকোর্ট শহরের বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার পর ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ঘোষণা দিয়েছে। আলোক প্রদর্শনীতে ‘বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে’ বলে মনে করছে বিসিসিআই।

আরও পড়ুন

বিশ্বকাপে ম্যাচের মধ্যে আলোক প্রদর্শনী নতুন কিছু নয়। নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া ম্যাচে আলোক প্রদর্শনীর সমালোচনা করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নারের কাছে অবশ্য এটাই আবার দারুণ ব্যাপার।

আলোক প্রদর্শনী নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর সঙ্গে যোগাযোগ করেছিল ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। জয় শাহ সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আইসিসিতে ব্যাপারটি আমি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম। মুম্বাই ও দিল্লিতে কোনো আলোক প্রদর্শনী হবে না। এতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে। পরিবেশগত ব্যাপার নিয়ে লড়াইয়ে বোর্ড সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’

বিশ্বকাপে মোটেও ভালো করতে পারছে না বাংলাদেশ। গতকাল হেরেছে পাকিস্তানের বিপক্ষেও
ছবি: এএফপি

জয় শাহ যোগ করেন, ‘মুম্বাই ও দিল্লির বায়ুদূষণ নিয়ে জরুরি ব্যবস্থা বিসিসিআইও নিতে চায়। আমরা আইসিসি বিশ্বকাপ আয়োজন করছি, সেটি তো ক্রিকেটেরই উৎসব। কিন্তু এর পাশাপাশি আমরা সবার স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’ ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্যমতে, মুম্বাইয়ে গতকাল বাতাসে দূষণের মাত্রা সহনীয় ছিল। একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বলছে, ১৭২ ছিল সেটি। তবে বান্দ্রা কুর্লাতে সেটি বিপজ্জনক ২০৬ মাত্রায় উঠেছিল। দিল্লিতে গত মাসে বায়ুদূষণ ২০২০ সালের পর সবচেয়ে বেশি ছিল।

আরও পড়ুন

বিসিসিআইয়ের এক সিনিয়র অফিশিয়াল সংবাদমাধ্যমটিকে বলেছেন, আলোক প্রদর্শনীর আয়োজন না করার ঘোষণা দিয়ে শক্তিশালী বার্তাই দিল বোর্ড, ‘এটা জনস্বার্থে। এতে সবার মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়বে। সামাজিক পরিবর্তনে এভাবে উদাহরণ তৈরি করতে হয়।’

বিশ্বকাপ থেকে গতকালই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ৭ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে সাকিব আল হাসানের দল। হাতে আছে আর দুই ম্যাচ। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।