পাকিস্তানের কোচের পদ কেন ছেড়েছেন, জানালেন গিলেস্পি
পদ আছে, বেতন আছে; কিন্তু কোনো ক্ষমতা নেই, দাম নেই। এমনভাবে পদ আঁকড়ে পড়ে থাকার মানুষ জেসন গিলেস্পি অন্তত নন। এ কারণেই পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার।
চাকরি ছাড়ার তিন দিন পর আজ কারণটা জানিয়েছেন ৪৯ বছর বয়সী গিলেস্পি। তাঁকে গত এপ্রিলেই টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সময় সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেনকেও। পিসিবির যোগাযোগের সমস্যা আর কোচের ক্ষমতা খর্ব করার কারণ দেখিয়ে কারস্টেন চাকরি ছেড়েছেন আগেই। এবার গিলেস্পিও চাকরি ছাড়ার কারণ হিসেবে একই কথা বললেন।
ব্রিসবেনে আজ অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এবিসিকে গিলেস্পি যা বলেছেন, সেটার অর্থ দাঁড়ায় এ রকম—তাঁর সঙ্গে কোনো আলোচনা না করেই পাকিস্তানের পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়ার টিম নিয়েলসেনকে বরখাস্ত করে পিসিবি। সেই সময়ই মূলত গিলেস্পি সিদ্ধান্ত নিয়েছিলেন, এখানে আর চাকরি করা সম্ভব নয়!
গিলেস্পির কথাগুলো এ রকম, ‘নিয়েলসেনকে বলে দেওয়া হয়েছিল যে তাকে আর প্রয়োজন নেই এবং আমার সঙ্গে এ বিষয়ে কেউ কোনো যোগোযোগই করল না। সেই মুহূর্তেই আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি নিশ্চিত নই, তারা আসলে আমাকে এ চাকরিতে রাখতে চায় কি না।’
ম্যাচের একাদশ ঠিক করাতেও নাকি গিলেস্পির কোনো ভূমিকা থাকত না। এমনকি একাদশ কী হবে, তা ম্যাচের আগের দিনও তাঁকে জানানো হতো না বলে অভিযোগ গিলেস্পির, ‘আমি আসলে শুধু ক্যাচ অনুশীলন করানোর কাজ করছিলাম এবং এটা প্রায় ম্যাচের দিন সকালে। নির্বাচকসহ সবার কাছ থেকে আপনি পরিষ্কার যোগাযোগ আশা করবেন এবং প্রধান কোচ হিসেবে অন্তত ম্যাচের এক দিন আগে আপনাকে দলটা জানতে হবে, যাতে আপনি খেলোয়াড়দের সাহায্য আর প্রস্তুত করতে পারেন।’