‘দুর্বল’ বাংলাদেশকেও সমীহ ব্র্যাডবার্নের
৬ ম্যাচে টানা ৫ হারে বিশ্বকাপে চরম হতাশাজনক সময় পার করছে সাকিব আল হাসানের বাংলাদেশ দল। সেমিফাইনালে ওঠার দৌড় থেকেও দৃশ্যত ছিটকে পড়েছে। তবু আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন প্রতিপক্ষ নিয়ে সমীহের সুরেই কথা বললেন। তিনি অবশ্য বলেছেন, বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলই ভালো। তাদের মধ্যে যে কাউকে হারানোর ‘ঐশ্বরিক অধিকার’ নিয়ে পাকিস্তান দল বিশ্বকাপে যায়নি বলেই মনে করেন ব্র্যাডবার্ন।
১০ দলের বিশ্বকাপ টেবিলে ৬ ম্যাচে ১ জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে ৯–এ আছে বাংলাদেশ। পাকিস্তানও যে খুব ভালো অবস্থানে আছে তা নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ বাবর আজমের দল। সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের সামনে বাকি ৩টি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এই তিন ম্যাচে প্রতিপক্ষ বিচারে বাংলাদেশই সবচেয়ে দুর্বল, বাকি দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। কিন্তু ব্র্যাডবার্ন আসলে কে বেশি শক্তিশালী, কে দুর্বল—সেসব নিয়ে ভাবছেনই না। নিজেদের ভালো খেলাটাই তাঁর কাছে বেশি প্রাধান্য পাচ্ছে।
নিজেদের খেলাটা খেলতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব বলে বিশ্বাস করেন ব্র্যাডবার্ন, ‘দেখুন, শুরুতেই যেটা বলেছিলাম, এই টুর্নামেন্টে ১০টি দলই যোগ্যতাসম্পন্ন। যেকোনো দলকে হারাতেই আমাদের ভালো খেলতে হবে। তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং ফিল্ডিং) ভালো করতে পারলে আমরা এই টুর্নামেন্টে যেকোনো দলকে হারাতে পারব।’ এরপরই বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমরা বাংলাদেশকে অনেক সমীহ করি। ভালো ভালো খেলোয়াড় নিয়েই দলটা গড়া। আমরা তাদের শক্তির জায়গাগুলো যেমন জানি তেমনি দুর্বলতাগুলো বের করে আনতেও কাজ করেছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতিই নিয়েছি।’
বাংলাদেশ নিয়ে ব্র্যাডবার্নের শেষ কথাটাও গুরুত্বপূর্ণ। টানা চার ম্যাচ হারা পাকিস্তান যেহেতু জয়ের পথে ফিরতে মরিয়া, ব্র্যাডবার্ন চান বাংলাদেশের বিপক্ষে খেলোয়াড়েরা সেরাটাই দিক, ‘আমরা আত্মোপলব্ধির চেষ্টাও করছি। সবাই মিলে নিজেদের সেরাটাই দিতে চাই।’
চেন্নাইয়ে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচেই হৃদয় ভেঙেছে পাকিস্তানের। আগে ব্যাট করে ২৭০ রান তুলেছিলেন বাবররা। তাড়া করতে নেমে একপর্যায়ে ৫ উইকেটে ২০৬ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। পাকিস্তানের বোলাররা এখান থেকে ম্যাচটাকে নিয়ে গিয়েছিলেন শেষ উইকেটের সমীকরণে। শেষ পর্যন্ত ১৬ বল রেখে প্রোটিয়াদের কাছে ১ উইকেটে হারতে হয় বাবর আজমের দলকে।
জয়ের সুবাস পেতে পেতেও সেই হারটা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে মনস্তাত্ত্বিকভাবে আরও কঠিন করে তুলেছে কি না, ব্র্যাডবার্ন এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমরা বাংলাদেশকে ভালো করেই জানি। এশিয়া কাপে তাদের বিপক্ষে খেলেছি, আগেও খেলেছি...হোমওয়ার্কও করাই আছে। আগামী তিন ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’