ওয়ার্নের জন্মদিনে সন্তানদের শুভেচ্ছা
বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৫৫ বছর। কিন্তু বেঁচে তো নেই, তাই বলে কি কেউ ভুলে গেছেন? না, শেন ওয়ার্ন দেহত্যাগ করতে পারেন কিন্তু তিনি অমর। ক্রিকেট যত দিন, তিনিও তত দিন, সম্ভবত তারপরও!
সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের আজ ৫৫তম জন্মদিন। ২০২২ সালের ৪ মার্চ সবাইকে কাঁদিয়ে না–ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি। স্বাভাবিকভাবেই এর পর থেকে ওয়ার্নের জন্মদিন মানেই তাঁর সন্তানদের জন্য বিষণ্ন স্মৃতিচারণা ও অজানা ঠিকানায় বাবাকে শুভকামনা জানানোর উপলক্ষ। এবারও তাই হলো। ইনস্টাগ্রাম থেকে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁর বড় মেয়ে ব্রুক ওয়ার্ন।
ঠিকানাটা স্বর্গের, আর ২৬ বছর বয়সী ব্রুক তাঁর বাবাকে জন্মদিনের শুভেচ্ছবার্তা পাঠিয়েছেন এ ঠিকানাতেই, ‘বাবা, শুভ স্বর্গীয় জন্মদিন। তোমাকে খুব ভালোবাসি। আজকের দিনটা তোমার জন্য সব সময়ই বিশেষ দিন হয়ে থাকবে।’
ব্রুক অবশ্য শুধু শুভেচ্ছাই জানাননি ইনস্টাগ্রাম পোস্টে, বাবার সঙ্গে ছোটবেলার কয়েকটি ছবিও তিনি এই পোস্টে জুড়ে দেন। ওয়ার্নের ২৫ বছর বয়সী ছেলে জ্যাকসন ওয়ার্নও বাবাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, ‘শুভ জন্মদিন বাবা।’ এই পোস্টে ওয়ার্নের সঙ্গে একটি ছবিও জুড়ে দেন জ্যাকসন। ওয়ার্নের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ২২ বছর বয়সী কন্যা সামার ওয়ার্ন এই প্রতিবেদন লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাবার জন্মদিন নিয়ে কোনো পোস্ট করেননি।
৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। তখন ধারণা করা হয়েছিল, হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছিল ক্রিকেট বিশ্বে। ওয়ার্ন ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা এবং প্রভাবজাগানিয়া খেলোয়াড়দের একজন। আন্তর্জাতিক ক্রিকেটের একটি সংস্করণ না খেলেই (টি–টোয়েন্টি) তিনি এই অঙ্গনে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৩৩৯ ম্যাচে নিয়েছেন ১০০১ উইকেট। ৪৯৫ ম্যাচে ১৩৪৭ উইকেট নিয়ে তাঁর ওপরে শুধু শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
টেস্টেও মুরালিধরনের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ১৪৫ ম্যাচে নিয়েছেন ৭০৮ উইকেট। তবে শুধু উইকেটসংখ্যা দিয়ে বিবেচনা করলে ওয়ার্নকে পুরোটা বোঝা যায় না। লেগ স্পিনকে হারিয়ে যাওয়া থেকে তুলে এনে সগৌরবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন ১৯৯৯ বিশ্বকাপজয়ী ওয়ার্ন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর ১৩ বছর স্থায়ী হয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।