বিপিএল ২৯ ছক্কার ম্যাচ আগে দেখেছে কি
ছক্কা উৎসবেই শুরু হলো একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি।
বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল।
সেটিও খুব আগের কথা নয়। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা; এর মধ্যে ১০টি মেরেছিলেন উইল জ্যাকস। রান তাড়ায় ১১টি ছক্কা মারতে পারে চট্টগ্রাম। ২৩৯ রানের জবাবে ১৬৬ রানে অলআউট হয়ে ৭৩ রানে হারে দলটি।
আজ বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।
বিপিএলের ছক্কার রেকর্ড হলেও বাংলাদেশের মাটিতে ছক্কার রেকর্ডটা অল্পের জন্যই ছুঁতে পারেনি বরিশাল-রাজশাহী। ৩০টি ছক্কা মেরে যে রেকর্ডটি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের, সেই ম্যাচ হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচ সর্বোচ্চ ৪২টি ছক্কা দেখেছে দুবার। দুটিই ২০২৪ সালের ঘটনা। এপ্রিলে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের আইপিএল ম্যাচে ৪২টি ছক্কা মেরে রেকর্ড গড়ে। সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই রেকর্ড স্পর্শ করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
বিপিএলে এক ম্যাচে ছক্কার রেকর্ড ছুঁলেও ইনিংসের ছক্কার রেকর্ডে শীর্ষ পাঁচেও নেই বরিশাল ও রাজশাহী। বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রংপুর রাইডার্সের। ২০১৭ সালে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২১টি ছক্কা মারেন দলটির ব্যাটসম্যানরা। ১৮টি ছক্কা মেরে সেদিন বিশ্ব রেকর্ড গড়েন রংপুরের ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। এ বছর জুনে সেই রেকর্ড ছুঁয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান।