সাদমানের ১১ ঘণ্টা ১৪ মিনিট ব্যাটিং, বাংলাদেশের রেকর্ড
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিটা রকিবুল হাসানের। ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৩১৩ রান করার পথে ৬৬০ মিনিট বা ১১ ঘণ্টা ব্যাটিং করেছিলেন রকিবুল। সময়ের হিসেবে এত দিন এটাই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে দীর্ঘ ইনিংস। রেকর্ডটা ভেঙে গেল আজ। ভেঙেছেন সাদমান ইসলাম।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রকিবুলের চেয়ে ১৪ মিনিটে বেশি ব্যাটিং করেছেন এই বাঁহাতি। বিসিএলের ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির করার পথে রেকর্ডটা করেছেন সাদমান। ৬৭৪ মিনিট ক্রিজে থেকে সাদমান করেছেন ২৪৬ রান।
ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটা অবশ্য গতকালই পেয়ে গিয়েছিলেন জাতীয় দল থেকে ছিটকে পড়া ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। ১৩০ রানে দ্বিতীয় দিন শুরু করা সাদমান আজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। দক্ষিণাঞ্চলের ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুবও। ২০১৩-১৪ মৌসুমে তিনটি টেস্ট খেলা মার্শাল অপরাজিত ছিলেন ১২০ রানে। ১৫৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্যাটসম্যানের এটি ২৪তম সেঞ্চুরি।
মার্শাল-সাদমানের দক্ষিণাঞ্চল ৫ উইকেটে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে। মধ্যাঞ্চল দিন শেষ করেছে বিনা উইকেটে ৩৩ রান তুলে। ৩ উইকেটে ২৩৪ রান দিন শুরু করা দক্ষিণ চতুর্থ উইকেট হারায় ২৫১ রানে। ৬১ রান করে পেসার মুশফিক হাসানের বলে উইকেটকিপারকে ক্যাচ দেন অধিনায়ক ফজলে রাব্বি। এরপর পঞ্চম উইকেটে মার্শালের সঙ্গে ২১৮ রানের জুটি গড়েন সাদমান। পার্টটাইমার মোহাম্মদ মিঠুনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া সাদমান খেলেছেন ৪৪৮ বল। ১১ ঘণ্টা ১৪ মিনিট ব্যাটিং করা সাদমান মেরেছেন ২৯টি চার ও ৩টি ছক্কা। ২১৪ বল খেলা মার্শালের ইনিংস সাজানো ৯টি চারে।