২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএল যে কারণে ‘মাথাব্যথা’ নয় মাশরাফির

মাশরাফি বিন মুর্তজাছবি : প্রথম আলো

রোমাঞ্চকর জয়ের রেশ তখনো কাটেনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাগজে–কলমে ঢাকা প্রিমিয়ার লিগের দুর্বল দল ঢাকা লেপার্ডসের বিপক্ষে শেষ ওভারে ১ রানে জিতেছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ।

এমন জয়ের পর স্বাভাবিকভাবেই রূপগঞ্জের ড্রেসিংরুমের সামনে সংবাদকর্মীদের ভিড় জমে যায়। সবাই অধিনায়ক মাশরাফির অপেক্ষায়। মাশরাফি সংবাদমাধ্যমে আসার পর অবশ্য প্রশ্নগুলো শুধু ঢাকা প্রিমিয়ার লিগে সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়ে লিটন দাস–মোস্তাফিজুর রহমানদের আইপিএল খেলার প্রসঙ্গেও।

লিটন দাসের প্রথমবারের মতো আইপিএল খেলা প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নেই। আইপিএলে লিটন খেলবে কি না খেলবে, এটা আমার চিন্তার বিষয় নয়। আইপিএল আমার মাথাব্যথা নয়, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যাঁরা আছেন, সবাই খুশি হব।’

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে আইপিএল খেলতে যাওয়া আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের উদাহরণ টেনে তিনি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়েও শুরুতে ম্যাচ খেলায়নি।’

আরও পড়ুন

মাশরাফি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে নেওয়ার অন্য কারণ আছে, ‘এখানে অনেক বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে, আমরাও এক্সাইটেড হয়ে যাই। আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে, যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। আইপিএলকে প্রায়োরিটি দেওয়া, আমাদের খেলোয়াড়দের ওই সামর্থ্য আছে। আমাদের খেলোয়াড়দের দলে নিলে যেন ওরা খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে আগ্রহ দেখিয়ে লাভ নেই।’

আরও পড়ুন