পাকিস্তানের এশিয়া কাপের দলে পরিবর্তন

এশিয়া কাপের দলে যোগ হলেন সৌদ শাকিলছবি: এএফপি

পাকিস্তানের এশিয়া কাপের দলে যোগ হলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। শাকিল দলে সুযোগ পাওয়ায় বাদ পড়তে হলো তরুণ ব্যাটসম্যান তায়েব তাহিরকে।

১৭ সদস্যের দলে জায়গা হারালেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তাহির। পাকিস্তানের হয়ে ৩টি টি–টোয়েন্টি খেলা তাহিরের ওয়ানডে অভিষেকের অপেক্ষা আরও বাড়ছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দলে ডাক পেয়েছিলেন, তবে সেই সিরিজে অভিষেক হয়নি তাঁর।

শাকিলের ওয়ানডে রেকর্ড খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা শাকিল ৫ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সব মিলিয়ে রান করেছেন ৭৬। সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের। গতকাল আফগানিস্তানের সিরিজের সর্বশেষ ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে ৬ বলে ৯ রান করে রানআউট হয়েছেন শাকিল। ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে না পারলেও টেস্টে তাঁর শুরুটা হয়েছে দারুণ। ৭ ম্যাচের ক্যারিয়ারে এরই মধ্যে ৬ ফিফটি ও ২ সেঞ্চুরির দেখা পেয়েছেন শাকিল।

আরও পড়ুন

টেস্ট ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন শাকিল। ক্যারিয়ারের প্রথম সাতটি টেস্টেই ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনি। ছাড়িয়ে গেছেন প্রথম ছয় টেস্টে ফিফটি করা ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের যৌথ রেকর্ড।

টেস্ট ক্যারিয়ার দারুণ শুরু করেছেন সৌদ শাকিল
ছবি: এএফপি

লিস্ট এ ক্রিকেটেও শাকিলের পারফরম্যান্স খারাপ নয়। এখন পর্যন্ত এই বাঁহাতি ম্যাচ খেলেছেন ৭৬টি, ৪৪.৪৪ গড়ে রান করেছেন ২৪৮৯। সব মিলিয়ে তরুণ তাহিরের চেয়ে শাকিলের ওপরই ভরসা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপের দলে প্রাথমিকভাবে শাকিলকে বিবেচনা করা হয়নি। তখন প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেছিলেন, ব্যাটসম্যান শাকিলের আগে অলরাউন্ডার ফাহিম আশরাফকে এশিয়া কাপের জন্য বিবেচনা করা হয়েছে। আজ দলের সঙ্গে প্রথম ম্যাচের ভেন্যু মুলতানে যাবেন শাকিল। বাবর আজম, ইমাম উল হক, নাসিম শাহ অবশ্য দলের সঙ্গে মুলতানে যাবেন না, তাঁরা আগে যাবেন লাহোরে। সেখান থেকে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা।

আরও পড়ুন