২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘পন্ত পুরোপুরি ফিট’—আনুষ্ঠানিকভাবে জানাল বিসিসিআই

ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তছবি: বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ গতকালই বলেছিলেন, ঋষভ পন্তের অবস্থা ভালো এবং শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে ফিট ঘোষণা করা হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পন্তকে ফিটনেসের সার্টিফিকেট দিয়েছে বিসিসিআই। এবারের আইপিএলে খেলতে আর কোনো বাধা নেই ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের।

জয় শাহর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্তের ফিটনেসের বিষয়ে লেখা হয়েছে, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখন্ডের রুর্কিতে জীবন-সংশয়ী সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তকে ২০২৪ সালের টাটা আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।’

আরও পড়ুন

২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে পন্তের গাড়িতে আগুন লেগে গিয়েছিল। প্রথমে তাঁকে সেখানে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে নেওয়া হয় দেরাদুনের একটি প্রাইভেট হাসপাতালে। পরে পন্তকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই দুর্ঘটনার পর পন্ত আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে বেঙ্গালুরুতে ভারতের ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলার সময় অনুশীলন ম্যাচ খেলেছেন পন্ত। সেখানে তাঁর ব্যাটিং দেখে দিল্লির কোচ রিকি পন্টিং পন্তকে এবারের আইপিএলে পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ছিলেন।

আরও পড়ুন

জয় শাহ গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, আইপিএলে ঠিকভাবে উইকেটকিপিং করতে পারলে পন্ত হয়তো জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে থাকবেন।

পন্ত খেলতে পারলেও এবারের আইপিএলে দেখা যাবে না ভারতের দুই পেসার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ শামিকে। অস্ত্রোপচারের পর দুজনেই এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।

আরও পড়ুন