বিরাট কোহলিকে সরিয়ে তারকামূল্যে শীর্ষে রণবীর সিং

রণবীর সিং ও বিরাট কোহলিছবি: টুইটার

২০১৭ থেকে ২০২১—টানা এই পাঁচ বছর ভারতীয় তারকাদের মধ্যে ‘ব্র্যান্ড ভ্যালু’তে সবচেয়ে এগিয়ে ছিলেন বিরাট কোহলি। সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের প্রতিবেদনে সেই শীর্ষ স্থান হারিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কোহলিকে সরিয়ে ১ নম্বরে উঠে এসেছেন ‘গালি বয়’, ‘পদ্মাবত’ ও ‘বাজিরাও মাস্তানি’খ্যাত অভিনেতা রণবীর সিং।

আরও পড়ুন

‘বিয়ন্ড দ্য মেইন স্ট্রিম’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বৈশ্বিক আর্থিক ঝুঁকি ও সমাধানের পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রল’। ভারতীয় তারকাদের নিয়ে তৈরি এ প্রতিবেদনে বিবেচনা করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারকাদের সম্পৃক্ততা, পণ্যদূত হিসেবে তাঁদের প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব এ রকম কিছু সূচক।

এ বিষয়গুলো বিশ্লেষণের পর দেখা গেছে, ১৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ২০২২ সালে শীর্ষে ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং।

গ্রাফিকস: প্রথম আলো

আগের পাঁচ বছর এ তালিকায় শীর্ষে থাকা কোহলির ২০২২ সালে ব্র্যান্ড ভ্যালু ছিল ১৭ কোটি ৬৯ লাখ ডলার। ২০২১ সালে ১৮ কোটি ৫৭ লাখ ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে ছিলেন কোহলি, রণবীর দ্বিতীয় স্থানে ছিলেন ১৫ কোটি ৮৩ লাখ ব্র্যান্ড ভ্যালু নিয়ে।

আরও পড়ুন
আরও পড়ুন

ক্রলের প্রতিবেদনে কোহলি ছাড়াও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শীর্ষ দশে আছেন মহেন্দ্র সিং ধোনি (৬ নম্বরে, ৮ কোটি ৩ লাখ), শচীন টেন্ডুলকার (৮ নম্বরে, ৭ কোটি ৩৬ লাখ)। শীর্ষ ২৫ জনের তালিকায় মূলত অভিনেতা-অভিনেত্রীদেরই দাপট। খেলোয়াড়দের মধ্যে কোহলি, ধোনি, টেন্ডুলকার ছাড়াও ২৫-এর ভেতর আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট নীরাজ চোপড়া ও ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।

বলিউড ও ক্রিকেট তারকাদের পাশাপাশি অন্য খেলার তারকাদের এ তালিকায় শীর্ষ ২৫-এ জায়গা পাওয়াটা খুবই ইতিবাচক বার্তা বলে মনে করছেন ক্রলের ব্যবস্থাপনা পরিচালক ও মূল্যায়ন উপদেষ্টা অভিরল জৈন, ‘এতে বোঝা যায়, প্রতিষ্ঠানগুলো বলিউড ও ক্রিকেটের বাইরেও পণ্যদূত খুঁজে নিতে পারে।’