দ্রাবিড়কে বুঝিয়েও ব্যর্থ রোহিত
ভারত জাতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের সতীর্থ ছিলেন রোহিত শর্মা। আইপিএলে খেলেছেন বিপক্ষে। দ্রাবিড় অবসর নিয়ে ভারতের কোচ হওয়ার পর এখন তাঁর অধীনে খেলছেন রোহিত। অর্থাৎ, দ্রাবিড়কে খুব কাছ থেকেই দেখছেন ভারত অধিনায়ক। আর এই দেখার সুবাদেই দ্রাবিড়কে ‘অনেক বড় একজন রোল মডেল’ মনে করেন রোহিত।
রোহিতের এই রোল মডেল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। তার আগেই অবশ্য ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। গুঞ্জন চলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দ্রাবিড় সরে দাঁড়ানোর পর তাঁর জায়গা নিতে পারেন গৌতম গম্ভীর। এদিকে দ্রাবিড়ও জানিয়ে দিয়েছেন, ভারতের প্রধান কোচ পদে তিনি পুনরায় আবেদন করবেন না।
নিউইয়র্কে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এ ম্যাচের আগে সংবাদকর্মীদের রোহিত জানিয়েছেন, দ্রাবিড়কে থেকে যাওয়ার জন্য তাঁকে বুঝিয়েছেন তিনি। কিন্তু ভারত অধিনায়ক তাতে সফল হননি, ‘আমি তাঁকে থেকে যাওয়ার জন্য বুঝিয়েছি। কিন্তু অবশ্যই আরও অনেক বিষয় আছে যেগুলো তাঁকে খেয়াল রাখতে হয়। তবে ব্যক্তিগতভাবে আমি তাঁর সঙ্গে সময়টা উপভোগ করেছি। আমার মনে হয় দলের বাকিরাও একই কথা বলবে। তাঁর সঙ্গে কাজ করাটা ছিল দারুণ ব্যাপার।’
তাহলে দ্রাবিড়কে নিশ্চয়ই বিশ্বকাপের সেরা উপহারটি দিয়েই তাঁকে বিদায় জানাতে চায় ভারত? আর সেটা যে বিশ্বকাপ ট্রফি—তা নিয়ে কোনো সন্দেহ নেই। ১৩ বছর বিশ্বকাপ ট্রফি জেতে না ভারত। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ হিসাব সময়টা আরও বেশি—১৭ বছর! তবে রোহিত সরাসরি এ নিয়ে কিছু বললেন না, ‘আমরা এখনো এটা নিয়ে ভাবিনি।’
ক্রিকেটার হিসেবে কিংবদন্তি দ্রাবিড়ের সঙ্গে কাটানো সময়গুলোর স্মৃতিচারণা করলেন রোহিত, ‘আয়ারল্যান্ডে অভিষেকের সময় তিনি ছিলেন আমার প্রথম আন্তর্জাতিক অধিনায়ক। এরপর তাঁকে খেলতে দেখেছি কিছু দিন, তখন দলে কেবল এসেছি। আমাদের সবার জন্যই তিনি অনেক বড় রোল মডেল। তাঁর খেলা দেখে বড় হয়েছি।’
ভারতের হয়ে ১৬৪ টেস্ট, ৩৪৪ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা দ্রাবিড়কে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত। তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করেছেন এবং সেটি ফলপ্রসূও হয়েছে বলে মনে করেন ভারত অধিনায়ক, ‘খেলোয়াড় হিসেবে তাঁর অর্জন এবং দলের জন্য বছরের পর বছর তিনি কী করেছেন, সেসব আমরা জানি। অনেক কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেছেন। সবাই তাঁকে চিনেছেন এ জন্যই। ক্যারিয়ারজুড়েই দারুণ মনোসংযোগ দেখিয়েছেন, আর কোচ হয়ে আসার পর তাঁর কাছ থেকে ঠিক এটাই শেখার চেষ্টা করেছি। সেটি ফলপ্রসূও হয়েছে।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। গত বছর জুনে তাঁর অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল রোহিতের দল। কিন্তু দুবারই তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।