গলে আগামীকাল ফিরছে ২০০৮ সালের বাংলাদেশ–শ্রীলঙ্কা টেস্ট
গল টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা। দিনেশ চান্ডিমাল ও দিমুথ করুনারত্নের ১৪৭ রানের জুটিতে তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কা এগিয়ে আছে ২০২ রানে। করুনারত্নে ৮৩ ও চান্ডিমাল ৬১ রান করে ফিরে গেলেও লড়ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৩৪) ও ধনাঞ্জয়া ডি সিলভা (৩৪)।
এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০৫ রানের জবাবে নিউজিল্যান্ড করে ৩৪০ রান। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেটে ২৩৭ রানে। এ পরিস্থিতিতে লিড বড় করতে উইকেটে থাকা ম্যাথুস ও ডি সিলভার ওপর অনেক কিছু নির্ভর করছে।
এদিকে গল টেস্টে কাল শনিবারের খেলা মাঠে গড়াবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের কারণে ম্যাচে এক দিনের বিরতি থাকবে। পরের দিন রোববার ফের নির্ধারিত সময়ে শুরু হবে ম্যাচ। এর আগে ২০০৮ সালে বাংলাদেশ–শ্রীলঙ্কা টেস্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে ম্যাচের মাঝে এক দিনের বিরতি ছিল।
আজ তৃতীয় দিনের খেলা শেষে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে কেমন লক্ষ্য দিতে চান, জানতে চাইলে করুনারত্নে বলেছেন, ‘গলে খেলার সময় একটা উপায় থাকে। আমি সেই পদ্ধতিটাকে সমর্থন করি। রক্ষণাত্মক খেলার চেয়ে এগিয়ে যাওয়ার সেরা উপায় হচ্ছে সুইপ এবং রিভার্স সুইপ খেলা। আর চতুর্থ ইনিংসে ৩০০ কিংবা ৩৫০ রান অনেক কঠিন লক্ষ্য হবে। নিজেদের নিরাপদ রাখার জন্য এটা আমাদের দরকার।’
অন্যদিকে নিউজিল্যান্ড যখন ধুঁকছিল, তখন এক প্রান্ত আগলে দলকে টেনে নেন গ্লেন ফিলিপস। ৪ উইকেটে ২৫৫ রান করে দিন শুরু করার পর কেউই যখন থিতু পারছিলেন না, পথ দেখান ফিলিপস। ৪৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘এটা খুবই ভালো টেস্ট উইকেট। স্পিনারদের জন্য সহায়তা আছে এবং পেসাররাও কার্যকর হতে পারে। আমরা আরকেটু বেশি রান করতে পারলে ভালো হতো। তবে ৩০ বা ৪০ রানের লিডও ভালো ছিল।’