ব্রডের বলে আউট হয়ে যে রেকর্ড মনে করিয়ে দিলেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নারের জন্য রীতিমতো বিভীষিকা হয়ে উঠেছেন স্টুয়ার্ট ব্রড। এবারের আগে ইংল্যান্ডে হওয়া সর্বশেষ অ্যাশেজেই আউট হয়েছেন ৭ বার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার এবারও অ্যাশেজটা শুরু করেছেন ব্রডের বলে বোল্ড হয়ে। সব মিলিয়ে এই ইংলিশ পেসারের বলে ১৫ বার আউট হয়েছেন ওয়ার্নার।
আজ ব্রডের বলে আউট হয়ে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের একটি তালিকাতেও ঢুকে গেছেন এই ওপেনার। টেস্টে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে বেশিবার আউট করার তালিকার শীর্ষ দশে এখন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রড। ওয়ার্নার ও ব্রড যখন প্রসঙ্গটি ফিরিয়েছেনই, এই সুযোগে দেখে নেওয়া যেতে পারে তালিকার শীর্ষ দশ অবস্থান।
নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে বেশিবার আউটের রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার গ্লেন ম্যাকগ্রার। ইংল্যান্ডের মাইক আথারটনকে ১৯ বার আউট করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ এ তালিকায় আছেন ওপরের দিকেই।