এবার হেডের বেধড়ক পিটুনির শিকার ইংল্যান্ড

৫৯ রান করেছেন হেডএএফপি

আবারও ট্রাভিস হেডের ঝড়! আবারও অস্ট্রেলিয়ার সহজ জয়। কয়েক দিন আগে প্রতিপক্ষের নাম ছিল স্কটল্যান্ড, কাল ছিল ইংল্যান্ড। এতটুকুই যা পার্থক্য!

সাউদাম্পটনে গতকাল টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেডের ২৩ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৭৯ রান। জবাবে ১৯.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ফিল সল্টের ইংল্যান্ড, হেরেছে ২৮ রানে। তিন ম্যাচের সিরিজে এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

হেড ও ম্যাথু শর্ট পাওয়ারপ্লেতে রান তুলেছেন ৬ ওভারে ৮৬, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। ১৯ বলে ফিফটি করা হেড আউট হন পাওয়ারপ্লের শেষ বলে। এই ৩৬ বলের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিলে ছক্কা অথবা চার মেরেছেন ১৫টি বলে। পঞ্চম ওভারে স্যাম কারেনের এক ওভারেই হেড তুলেছেন ৩০ রান।

ইংল্যান্ডের হার ২৮ রানে
এএফপি

হেড ২৩ বলের ইনিংসে ৪ মেরেছেন ৮টি, ছক্কা ৪টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে চলতি বছরে এ নিয়ে সাতবার পাওয়ারপ্লের মধ্যে ফিফটি করেছেন হেড। ২০২৪ সালে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে হেডের রান ১৪১১, স্ট্রাইক রেট ১৮১.৩৬।

স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে ন্যূনতম ১০০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে রান তুলতে পেরেছেন শুধু আন্দ্রে রাসেল। ২০১৯ সালে ১৮২.১২ স্ট্রাইক রেটে রান করেছেন এই ক্যারিবিয়ান তারকা।

আরও পড়ুন

শর্ট খেলেছেন ২৬ বলে ৪১ রানের ইনিংস। এমন দারুণ শুরুর পরও অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ১৭৯। অর্থাৎ শেষ ৯৩ রান তুলতে ১০ উইকেট হারিয়েছে তারা। ইংল্যান্ডকে হারালেও তাই অস্ট্রেলিয়ার নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হওয়ার কথা নয়।

তবে বোলারদের কৃতিত্বে এই রানটাই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। ইংল্যান্ড পাওয়ারপ্লের মধ্যেই হারিয়েছে ৩ উইকেট। অস্ট্রেলিয়ার যেখানে প্রথম ৬ ওভারে রান উঠেছে ৮৬, সেখানে ইংল্যান্ড মাত্র ৪৬। ওয়ানডে দল থেকে বাদ পড়া লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারেন পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়েছিলেন। তবে ১৮ রান করে স্যাম কারেন আউট হওয়ার পর শেষ ৪৩ রানে ৫ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শন অ্যাবট ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৯. ৩ ওভারে ১৭৯ ( হেড ৫৯, শর্ট ৪১, ইংলিস ২৭; আর্চার ৩.৩-০-৩১-২, সাকিব মাহমুদ ৩-০-২১-২, লিভিংস্টোন ৩-০-২২-৩)

ইংল্যান্ড: ১৯. ২ ওভারে ১৫১ (লিভিংস্টোন ৩৭, সল্ট ২০, কারেন ১৮; অ্যাবট ৩.২-০-২৮-৩, জাম্পা ৪-০-২০-২, হ্যাজলউড ৪-০-৩২-২)

ফল: অস্ট্রেলিয়া ২৮ রানে জয়ী
ম্যাচসেরা: ট্রাভিস হেড

আরও পড়ুন