অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার, নেই স্যামসন

সূর্যকুমার যাদবছবি: এএফপি

বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই মাঠে নামতে হবে ভারত জাতীয় ক্রিকেট দলকে। ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য আজ ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

টি–টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে সহ–অধিনায়কত্ব করবেন রুতুরাজ গায়কোয়াড়। সিরিজের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার। তখন তিনি শেষ দুই ম্যাচে ভারতের সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

এই সিরিজে ভারতের বিশ্বকাপ দলে থেকে রয়েছেন তিনজন—সূর্যকুমার, ইশান কিষান ও প্রসিধ কৃষ্ণা। চোটের কারণে বিশ্বকাপে সুযোগ না পাওয়া অক্ষর প্যাটেল এই সিরিজ দিয়ে ভারতের দলে ফিরেছেন। গত আগস্টে আয়ারল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজ খেলা সঞ্জু স্যামসন ও শাহবাজ আহমেদকে এই সিরিজে বিবেচনা করেননি ভারতের নির্বাচকেরা। চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। এর মাত্র চার দিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টি–টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামতে হবে ভারতীয় দলকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতের টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান, যশস্বী জয়সোয়াল, তিলক বর্মা, রিংকু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবাম দুবে, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার।

আরও পড়ুন