জাকেরের ছক্কার রেকর্ড ও বাংলাদেশে সর্বোচ্চ রানের টি–টোয়েন্টি

জাকের আলীর অসাধারণ ব্যাটিংয়ের পরও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে হেরেছে বাংলাদেশ। তবে জাকেরের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে অনেকগুলো রেকর্ড দেখেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলীপ্রথম আলো
৪০৯

• বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টিতে মোট রান। যা বাংলাদেশে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। পেছনে পড়েছে ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ৩৯৩।
• বাংলাদেশের খেলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ম্যাচ এটি। ২০১৮ সালে কলম্বোয় সর্বোচ্চ ৪২৯ রানের ম্যাচটিতেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

১১

বাংলাদেশের ইনিংসে ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর চেয়ে বেশি ছক্কা মেরেছে দুটি ম্যাচে—২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচেই ছক্কা ছিল ১২টি করে।

জাকের আলীর ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের রেকর্ড।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ছক্কা

আরও পড়ুন

বাংলাদেশের হারের ব্যবধান। টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর চেয়ে কম রানে হেরেছে মাত্র তিনটি ম্যাচে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছোট হার

২০০

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলীর স্ট্রাইক রেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৫০+ ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। সর্বোচ্চ মোহাম্মদ আশরাফুলের ২২৫.৯২, ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রান।

১৪.৪৪

জাকের-মেহেদীর ২৭ বলের ৬৫ রানের জুটিতে ওভারপ্রতি রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। পেছনে পড়েছে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন-রনির জুটি (১৩.২৮)।

আরও পড়ুন
শ্রীলঙ্কার ২০৬/৩

• বাংলাদেশে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সর্বোচ্চও শ্রীলঙ্কার, ২০১৮ সালে সিলেটেই—২১০/৪।
• বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ২১১/৪, ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের।
• সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ। সর্বোচ্চ ২২৪/৪, ২০১৭ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার।

১২

শ্রীলঙ্কার ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা এক ম্যাচে লঙ্কানদের সর্বোচ্চ। বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা খেয়েছে একবারই, ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিয়ানরা মেরেছিল ১৪টি ছক্কা। শ্রীলঙ্কাও এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা মেরেছে একবার—২০২৩ সালে পুনে ভারতের বিপক্ষে (১৪টি)।

চারিত আসালাঙ্কার ইনিংসে ছক্কা। বাংলাদেশের বিপক্ষে যা টি-টোয়েন্টিতে লঙ্কান রেকর্ড। ২০১৮ সালে কলম্বোয় কুশল মেন্ডিস ও ২০২১ সালে শারজায় আসালাঙ্কা মেরেছিলেন ৫টি করে ছক্কা।