চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর দায়িত্ব ছাড়লেন ইংল্যান্ড অধিনায়ক
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হারে বিদায় নিশ্চিত হয় তাদের। এমন ব্যর্থতার পর সমালোচনার মুখে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জশ বাটলার।
এখনো অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে একটি ম্যাচ বাকি আছে ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল ওই ম্যাচের আগের দিন বাটলার জানিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটিই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ।
আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে বাটলার বলেন, ‘এটা আমার ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করি কেউ একজন ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে ইংল্যান্ডের থাকা উচিত।’
দায়িত্ব ছাড়লেও এখনই ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ছেন না বলেও জানিয়েছেন বাটলার, ‘আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। আবেগ ও হতাশা এখনো আছে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে তা কেটে যাবে আর আমি খেলাটা উপভোগ করতে পারব।’
এবার চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২৫ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড। এরপর আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের হার বিদায় নিশ্চিত করে তাদের। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ ও টি-টোয়েন্টিতে ৪-২ ব্যবধানে সিরিজ হারে ইংলিশরা।
টানা ব্যর্থতার পর অধিনায়কত্ব নিয়ে চাপ বাড়ছিল বাটলারের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এউইন মরগান অবসর নেন, এরপর সাদা বলের অধিনায়ক হিসেবে বাটলারকে বেছে নিয়েছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফিসহ তিনটি টুর্নামেন্টে তাঁর নেতৃত্বে নক-আউটে জায়গা করে নিতে পারেনি ইংল্যান্ড।
সব মিলিয়ে ইংল্যান্ডকে ৪৩টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাটলার, এর মধ্যে ২৫টিতেই হেরেছেন। টি-টোয়েন্টিতে ৫১ ম্যাচের মধ্যে ২৬টিতে জয় ও ২২টিতে হেরেছেন বাটলার। সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমানে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা হ্যারি ব্রুক।