পান্ডিয়া নন, ভারতের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সূর্যকুমার

ফাইনালে শেষ ওভারে দুর্দান্ত একটি ক্যাচ নেন সূর্যকুমার যাদবএক্স

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন সূর্যকুমার যাদব। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এখনকার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে টপকে শ্রীলঙ্কা সফরে এ সংস্করণের অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সূর্যকুমার।

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এ সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন তখনকার অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালের পর অবসর নেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও। বিশ্বকাপের পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে কার্যত ভারতের দ্বিতীয় সারির দল খেলেছে, যেটিতে নেতৃত্ব দিয়েছেন শুবমান গিল।

আরও পড়ুন

রোহিতের পর টি-টোয়েন্টিতে পান্ডিয়াই অধিনায়ক হবেন, এমন ইঙ্গিত অবশ্য ছিল। এরই মধ্যে ভারতকে ৩টি ওয়ানডের পাশাপাশি ১৬টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। এ ছাড়া আইপিএলে গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ানসকেও নেতৃত্ব দিয়েছেন এ অলরাউন্ডার। সর্বশেষ মৌসুমে রোহিতকে সরিয়ে মুম্বাই অধিনায়ক বানিয়েছিল তাঁকে।

বিশ্বচ্যাম্পিয়নের পদক গলায় হাস্যোজ্জ্বল হার্দিক পান্ডিয়া
এএফপি

তবে ফিটনেস নিয়ে উদ্বেগ এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পান্ডিয়া অধিনায়কত্ব পাচ্ছেন না বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। সর্বশেষ অক্টোবর-নভেম্বরে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পাওয়া পান্ডিয়া মাঠের বাইরে থাকেন বেশ কিছু দিন। আইপিএল দিয়ে দলে ফেরেন তিনি। এমনিতে ২০২২ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারতের ৭৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪৬টিতে খেলেন পান্ডিয়া।

আরও পড়ুন

সূর্যকুমার আইপিএলে সর্বশেষ মৌসুমেও পান্ডিয়ার অধীনেই মুম্বাইয়ে খেলেছেন। অবশ্য আইপিএলের বাইরে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজেও ভারতের অধিনায়ক ছিলেন এ ব্যাটসম্যান, এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করেন। ভারতের প্রথম পছন্দের একাদশেও তিনি আছেন।

এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। বিশ্বকাপের পর সরে যাওয়া রাহুল দ্রাবিড়ের জায়গায় নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে এটিই হবে ভারতের প্রথম সফর।

এ সফরের দল নির্বাচনে আজ বৈঠকে বসার কথা নির্বাচকদের।