ছক্কায় গেইল, সেঞ্চুরিতে টেন্ডুলকার ও কপিলকে ছাড়িয়ে রোহিত
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন তিনি। ছক্কায় ক্রিস গেইল, বিশ্বকাপে সেঞ্চুরির সংখ্যায় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময়ই এ দুটি রেকর্ড ভাঙেন ভারত অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন রোহিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে কোনো রান না করেই ফেরা রোহিত বড় স্কোরের দেখা পেতে বেশি সময় নিলেন না। বিশ্বকাপে এটি রোহিতের সপ্তম সেঞ্চুরি। মাত্র ১৯ ইনিংসেই ৭টি সেঞ্চুরি পেলেন তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা এ ব্যাটসম্যান। টেন্ডুলকার বিশ্বকাপে খেলেছেন ৪৪টি ইনিংস। ৬৩ বলে সেঞ্চুরির পথে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও হয়ে গেছে রোহিতের। আগের রেকর্ড ছিল কপিল দেবের (৭২)।
বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি
দিল্লিতে নামের পাশে ৫৫১টি ছক্কা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন রোহিত। ইনিংসের সপ্তম ওভারে ফজলহক ফারুকিকে পুল করে মারা ছক্কায় গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। পরের ওভারে নাভিন-উল-হককে আরেকটি পুলে মারা ছক্কায় গেইলকে ছাড়িয়ে যান। ঠিক আগের বলেই চার মেরে ফিফটি পান রোহিত।
তিন সংস্করণ মিলিয়ে সবার ওপরে থাকা রোহিত আলাদা করে এগিয়ে আছেন শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। সেখানে সর্বোচ্চ ১৮২টি ছক্কা তাঁর। শুধু ওয়ানডেতে তাঁর ছক্কা ২৯৬টি। সেখানে তাঁর চেয়ে এগিয়ে আছেন শহীদ আফ্রিদি (৩৫১) ও গেইল (৩৩১)। টেস্টে অবশ্য শীর্ষ দশে নেই রোহিত। ৭৭টি ছক্কা নিয়ে এ তালিকায় ১৭ নম্বরে তিনি, সবার ওপরে ১২৪টি ছক্কা মারা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের পথে রোহিত আরেকটি রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন। দ্রুততম সময়ে বিশ্বকাপের ১ হাজার রান হয়ে গেছে তাঁর। মাত্র ১৯ ইনিংসেই ১ হাজার রান পূর্ণ করা রোহিত এ ক্ষেত্রে ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নারের রেকর্ড। ২০টি করে ইনিংস লেগেছিল শচীন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্সের।
সর্বশেষ বিশ্বকাপে ৬৪৮ রান করা রোহিত ৫টি সেঞ্চুরি করে ভেঙেছিলেন এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো রান না করে আউট হয়ে গেলেও আফগানিস্তানের বিপক্ষে দেখা গেল তাঁর আগুনে রূপ।