২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলাদেশকে তলানির চার দলের মধ্যে দেখছেন কার্তিক

সাকিব আল হাসানের দল কি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে?ছবি: রয়টার্স

বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেট আঙিনার অন্যতম আলোচিত শব্দ ছিল ‘প্রেডিকশন’। কোন চারটি দল সেমিফাইনালে উঠবে, কারা খেলবে ফাইনালে আর ট্রফি হাতে তুলবে কে—এসব নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকেরা।

অনেকেরই কৌতূহল, সেরা চার দল সম্পর্কে না হয় ধারণা পাওয়া গেল। কিন্তু পয়েন্ট তালিকার নিচের দিকে চার দল নিয়ে আলোচনা নেই। ১০ দলের বিশ্বকাপে কোন চারটি দল নিচের দিকে থাকবে বলে মনে হয়, এমন একটি প্রশ্ন করা হয়েছিল দিনেশ কার্তিককে। ভারতের এ উইকেটকিপার-ব্যাটসম্যানের মতে, নিচের দিকে থাকা চার দলের একটি হবে বাংলাদেশ। লিগ পর্বে এখনো ছয় ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ খুব একটা ভালো করতে পারবে না বলেই এমন ভবিষ্যদ্বাণী কার্তিকের।

মঙ্গলবার পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করা সব দলই তিনটি করে ম্যাচ খেলেছে। লিগ পর্বের এক-তৃতীয়াংশ ম্যাচ শেষে যে পয়েন্ট তালিকা, সেখানে সেরা চারে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ৫ ও ৬ নম্বরে আছে ইংল্যান্ড ও আফগানিস্তান। আর ৭ থেকে ১০ নম্বরের দলগুলো হচ্ছে যথাক্রমে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। পয়েন্ট তালিকার ৫ থেকে ৯–এ থাকা দলগুলো তিন ম্যাচের একটিতে জিতেছে, আর ১০–এ থাকা শ্রীলঙ্কা তিন ম্যাচে জয়শূন্য।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন ৮ নম্বরে থাকলে দলটি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কার্তিক। ৩৮ বছর বয়সী এ ক্রিকেটারের মতে, আফগানিস্তান নিচের দিকে থেকে বিশ্বকাপ শেষ করবে।

বিশ্বকাপে কত দূর এগোতে পারবে বাংলাদেশ?
ছবি: রয়টার্স

ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের এক অনুষ্ঠানে বিশ্বকাপে তলানির চার দল কারা হতে পারে বলে প্রশ্ন করেন এক ক্রিকেট অনুরাগী। শুরুতেই বাংলাদেশের নাম নিয়ে কার্তিক নিজের মতামত জানান এভাবে, ‘আমার মনে হয়, শেষের চার দল হবে বাংলাদেশ, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গত কিছুদিন শ্রীলঙ্কা ভালো খেলছে না। ওদের অধিনায়কও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলটা কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে এ মুহূর্তে এমনটাই মনে হচ্ছে আমার।’

বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ভারত, যারা প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছে।

আরও পড়ুন