আবরার-নাসিমের তোপের পর ‘পাকবল’-এর কবলে শ্রীলঙ্কা

দিনশেষে অপরাজিত আব্দুল্লাহ শফিক, যিনি ফিফটি পূর্ণ করেন ৪৯ বলেএএফপি

খোলা চোখে এটিকে আউট মনে না করার কোনো কারণ ছিল না। আবদুল্লাহ শফিককে এলবিডব্লিউ দিলেন আম্পায়ার ক্রিস গ্যাফানি, পাকিস্তান ওপেনার তাতেই নিলেন রিভিউ। বল ট্র্যাকিং সবাইকে, অন্তত শ্রীলঙ্কানদের ও আম্পায়ারকে অবাক করে দিয়ে দেখাল, প্রবাত জয়াসুরিয়ার বলটি যেত স্টাম্পের ওপর দিয়ে। শফিক অক্ষত থাকলেন, পরের ওভারে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ করলেন আম্পায়াররা। কলম্বোতে যে দিনটি পুরোপুরি হয়ে থাকল পাকিস্তানেরই।

শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করে দেওয়ার পর পাকিস্তান খেলেছে ‘পাকবল’, ২৮.৩ ওভারেই তুলে ফেলেছে ২ উইকেটে ১৪৫ রান। মানে ওভারপ্রতি তারা তুলেছে ৫.০৮ হারে রান, বেশির ভাগ সময়ই যেটি ছিল ৬-এর ওপরে। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে মাত্র ২১ রানে পিছিয়ে তারা। শফিক অপরাজিত ৯৯ বলে ৭৪ রান করে, তাঁর সঙ্গী অধিনায়ক বাবর আজম।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় বাজে। তৃতীয় ওভারে শান মাসুদের সরাসরি থ্রোয়ে রানআউট ওপেনার নিশান মাদুশকা। এরপর নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির তোপে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। আফ্রিদির বলে ব্যাট ছুড়ে পয়েন্টে ক্যাচ দেন কুশল মেন্ডিস। নাসিমের বলে কট-বিহাইন্ড অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারত্নে হন বোল্ড।

নাসিমের তোপে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা
এএফপি

শ্রীলঙ্কাকে খাদের কিনার থেকে টেনে তোলার কাজটি আবার করতে হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। দিনেশ চান্ডিমালের সঙ্গে পঞ্চম উইকেটে তিনি যোগ করেন ৮৫ রান। চান্ডিমালকে ফিরিয়ে ব্রেকথ্রু দেন নাসিম, ডি সিলভা অবশ্য ছিলেন আরও কিছুক্ষণ। ৬৮ বলে ৫৭ রান করা ডি সিলভাকে শেষ পর্যন্ত থামতে হয় আবরার আহমেদের বলে মিডউইকেটে সৌদ শাকিলের ভালো ক্যাচে পরিণত হয়ে।

শিগগির অষ্টম উইকেটও হারায় শ্রীলঙ্কা, ১৩৬ রানের মাথায়। এরপরও তারা ১৬৬ পর্যন্ত যায় রমেশ মেন্ডিসের ২৭ রানের ইনিংসে। আবরার এসে মুড়ে দেন শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের লেজ, এ লেগ স্পিনার নেন ৪ উইকেট। নাসিমের উইকেট ৩টি।

শফিক ও মাসুদের জুটিতে ১১৭ বলে ওঠে ১০৮ রান
এএফপি

ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে ইমাম-উল-হককে হারিয়ে বসে পাকিস্তান। এরপরই শফিক ও শান মাসুদ শুরু করেন ‘পাকবল’। নবম ওভারেই ৫০ পেরিয়ে যায় পাকিস্তান, ১৭তম ওভারে ছুঁয়ে ফেলে ১০০। শফিক ফিফটি পূর্ণ করেন ৪৯ বলে, জয়াসুরিয়াকে ছক্কা মেরে।

মাসুদ অবশ্য ছিলেন আরও আক্রমণাত্মক, ৪৪ বলেই ফিফটি হয়ে যায় তাঁর। তবে ২২তম ওভারে আসিতা ফার্নান্ডোকে পুল করতে গিয়ে মাসুদ ফেরার পর কমে আসে রানের গতি। শফিক ও মাসুদের জুটিতে ১১৭ বলে ওঠে ১০৮ রান। দিনের বাকিটা সময় নিরাপদে পার করেন শফিক ও বাবর।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮.৪ ওভারে ১৬৬ (ডি সিলভা ৫৭, চান্ডিমাল ৩৪, রমেশ ২৭; আবরার ৪/৬৯, নাসিম ৩/৪১, আফ্রিদি ১/৪৪)
পাকিস্তান ১ম ইনিংস: ২৮.৩ ওভারে ১৪৫/২ (শফিক ৭৪*, মাসুদ ৫১; ফার্নান্ডো ২/৪১)
পাকিস্তান ১ম ইনিংসে ২১ রানে পিছিয়ে