মেসিকে দেখে নয়, তাহলে কেন ট্রফি নিয়ে ঘুমিয়েছেন নাজমুল

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনপ্রথম আলো

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রশ্নটি শুনেই মুচকি হাসলেন নাজমুল হোসেন। তারপর বুঝিয়ে বললেন, ট্রফিটি সঙ্গে নিয়ে কেন ঘুমিয়েছেন। লিওনেল মেসির প্রসঙ্গও উঠে এল সেখানে। তবে বাংলাদেশ অধিনায়ক মেসিকে দেখে অনুপ্রাণিত হয়ে নয়, সিরিজ জয়ের মুহূর্ত উপভোগ করতেই ট্রফিটি বিছানায় নিয়ে ঘুমিয়েছেন

আরও পড়ুন

কোন ট্রফি, কী প্রসঙ্গ—সেসব এতক্ষণে নিশ্চয়ই জানা। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশপরশু এই জয়ের পর গতকাল সকালে নাজমুলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সকাল ৯টা ৪৪ মিনিটে একটি ছবি পোস্ট করা হয়। সেই ছবিতে দেখা যায়, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সোনালি ট্রফি নিয়ে বিছানায় ঘুমোচ্ছেন নাজমুল। ছবিটি শুধু বাংলাদেশের সংবাদমাধ্যম নয়, ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যমও লুফে নিয়েছে। আর নাজমুলের এই ছবি দেখে কারও কারও হয়তো মেসির সেই ছবিটাও মনে পড়েছে।

কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই ক্লান্ত-পরিশ্রান্ত আর্জেন্টিনা দল ঘুমাতে গিয়েছিল স্থানীয় একটি হোটেলে। আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসি রাতে ঘুমাতে গিয়েছিলেন বিশ্বকাপ ট্রফিটি সঙ্গে নিয়ে। শিয়রে একটি বালিশের ওপর শুইয়ে রেখেছিলেন সোনালি সেই ট্রফি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এবং স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয়। এর পর থেকে ট্রফি নিয়ে খেলোয়াড়দের বিছানায় ঘুমানো কিংবা উদ্‌যাপনের হার বেড়েছে বলে মনে করেন অনেকেই। যদিও মেসির আগেও ট্রফি বিছানায় নিয়ে ছবি তুলেছেন অনেকেই। কিন্তু পাকিস্তান থেকে গতকাল রাতে হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর সংবাদ সম্মেলনে নাজমুলকে অবধারিতভাবেই ট্রফি নিয়ে ঘুমানোর ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে হলো।

শাহজালাল বিমানবন্দরে নামার পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস
প্রথম আলো

দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলকে বরণ করে নিয়েছেন বিসিবির কয়েকজন পরিচালক। এরপর সংবাদ সম্মেলনে নাজমুলের কাছে জানতে চাওয়া হয়, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন? নাজমুল মুচকি হেসে একটু দম নিয়ে বলেন, ‘জয়টা অনেক স্পেশাল ছিল। যেটা বললাম বাংলাদেশের (ক্রিকেটে) সবচেয়ে বড় অর্জন। মুহূর্তটি ভালোভাবে উপভোগ করতে মনে হলো ট্রফিটি নিয়েই ঘুমাই। কাউকে দেখে নয় জিনিসটা। লিওনেল মেসিকে দিয়েই (ট্রফি নিয়ে বিছানায় ঘুমোনো) শুরু হয়েছিল।’

আরও পড়ুন

নাজমুলের শেষ কথাটি সংশোধন করিয়ে দেওয়ার দাবি রাখে। মেসির সেই ছবি পোস্টের পর যেমন অনেকেই একইভাবে বিভিন্ন ট্রফি জয় উদ্‌যাপন করেছেন, তেমনি তাঁর আগেও এমন নজির দেখা গেছে। এই তো গত জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে বিছানায় স্ত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতের তারকা সূর্যকুমার যাদব। গত ২৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর দলীয় ও ব্যক্তিগত ট্রফি নিয়ে বিছানায় ঘুমানোর ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। ২০২২ সালের ফেব্রুয়ারিতে একইভাবে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে ছবি তুলে আলোচনায় এসেছিলেন সেনেগালের অধিনায়ক সাদিও মানে।

মেসির সেই ছবি পোস্টের আগেও এমন নজির দেখা গেছে। ১৯৭৮ ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ) জয়ের পর এক রাতের জন্য ট্রফিটি নিজের বিছানায় রেখে দিয়েছিলেন লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ। তার পাঁচ বছর আগে ১৯৭৩ সালে সান্ডারল্যান্ডের হয়ে এফএ কাপ জয়ের পর ট্রফিটি বিছানায় রেখে সংবাদপত্র পড়ার ছবি তুলেছিলেন ক্লাবটির কিংবদন্তি ববি কার। টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ২০০৫ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর বিছানায় ট্রফি রেখে ছবি তুলেছেন। বর্তমান বার্সেলোনা তারকা রবার্ট লেভানডফস্কি বায়ার্ন মিউনিখে থাকতে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন বিছানায়।

আরও পড়ুন