২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লর্ডসে ডাকেটের ২ রানের দুঃখ

৯৮ রান করে আউট হয়েছেন বেন ডাকেটরয়টার্স

জুন মাস শুরুর পরদিন এই লর্ডসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন বেন ডাকেট। মাস শেষের আগের দিন একই মাঠে আবারও সুযোগ এসেছিল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে যা পেরেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আর তা হলো না। থামতে হলো দুই রানের আক্ষেপ নিয়ে, ৯৮ রান করে।

অ্যাশেজে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে একটুর আক্ষেপ হয়তো পুরো ইংল্যান্ড দলেরই। সকালের সেশনে ১৮ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে দিনটি শুরু হয়েছিল ভালোভাবেই। এরপর বাকি দিন খারাপ না গেলেও একেবারে মনমতো হয়েছে বলেও দাবি করার সুযোগ নেই। ইংল্যান্ড দিন শেষ করেছে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে। হ্যারি ব্রুক ব্যাট করছেন ৪৫ রান নিয়ে, সঙ্গে অধিনায়ক বেন স্টোকস অপরাজিত ১৭ রানে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের প্রয়াত স্ত্রীর স্মরণে ‘রেড ফর রুথ ডে’ ছিল আজ। দিনের শুরুতে রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগে সামিল হন ক্রিকেটাররা।

টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি তুলে নেন বেন ডাকেট
রয়টার্স

মানবিক যাত্রায় দিন শুরুর পর প্রথম সেশনের পুরোটাই ছিল ইংল্যান্ডের। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ সেঞ্চুরি তুলে নিলেও এর পর বেশি দূর এগোতে পারেননি। জশ টাংয়ের শিকার হয়ে আউট হন ১১০ রানে। অস্ট্রেলিয়া ১৭.৪ ওভার ব্যাট করে ৭৬ রান যোগ করে ৪১৬ রানে গুটিয়ে যায়।

ব্যাটিংয়ে নামার পর জ্যাক ক্রলি আর ডাকেটের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৯১ রান। ‘বাজবলের’ আদলে আক্রমণাত্মক খেলার চেষ্টা করা ক্রলি ৪৮ বলে ৪৮ রান করে নাথান লায়নের বলে স্টাম্পড হন। ওলি পোপ–ডাকেটের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয় আরও ৯৭ রান। ৪২ রান করা পোপকে স্মিথের ক্যাচ বানিয়ে ফেরান ক্যামেরন গ্রিন।

৩২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন স্টিভ স্মিথ
রয়টার্স

ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে তৃতীয় সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ডাকেট। তবে জশ হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন। ফেরেন ১৩৪ বলে ৯৮ রান করে। কিছুক্ষণ পর জো রুট ফেরেন স্মিথের দারুণ ক্যাচে। এর পর ১৫ ওভারের বেশি সময় অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন ব্রুক–স্টোকসরা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪১৬ (স্মিথ ১১০, ওয়ার্নার ৬৬, লাবুশেন ৪৭; টাং ৩/৯৮, রবিনসন ৩/১০০)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৬১ ওভারে ২৭৮/৪ (ডাকেট ৯৮, ক্রলি ৪৮, ব্রুক ৪৫*; লায়ন ১/৩৫, গ্রিন ১/৪৩)।