সাকিবের মেডেন ৩ উইকেটের পরও হার ইংল্যান্ডের

১ ওভারে ৩ উইকেট নেন সাকিবএএফপি

বল হাতে দারুণ শুরু। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারেই ইংলিশ পেসার সাকিব মেহমুদ কোনো রান না দিয়ে নিলেন ৩ উইকেট। ব্যাট হাতে আবার বিনা উইকেটে ইংল্যান্ডের ওপেনাররা তোলে ৬২ রান।

ব্যাটে-বলে দারুণ শুরুর পরও পুনেতে চতুর্থ টি-টোয়েন্টিতে হারতে হলো ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।

আরও পড়ুন

১৮২ রানের লক্ষ্যে ইংল্যান্ডের শুরুটা দারুণই হয়েছিল। তবে ১৯ বলে ৩৯ রান করে বেন ডাকেট আউট হলে ছন্দপতন হয় ইংল্যান্ডের। ৬১ রানে প্রথম উইকেট হারানো ইংল্যান্ড ৬৭ রানে হারায় ৩ উইকেট।

টি–টোয়েন্টি সিরিজ জিতল ভারত
এএফপি

হ্যারি ব্রুক ২৫ বলে ফিফটি তুলে নিলে আবার জয়ের পথে ফেরে ইংল্যান্ড। তবে ১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে তিনি আউট হলে ম্যাচ ভারতের দিকে হেলে পড়ে। শেষ পর্যন্ত ইংল্যান্ড তুলতে পারে ১৬৬ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ১৮১ রান তুলেছে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের ফিফটিতে। ৭৯ রানে ৫ উইকেট হারানোর পর ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন এই দুজন। দুজনেই শেষ পর্যন্ত আউট হন ৫৩ রান করে। এর আগে সাকিবের তোপে এক ওভারে সঞ্জু স্যামসন, তিলক বার্মা ও সূর্যকুমার যাদব আউটের পর ভারত প্রাথমিক ধাক্কা সামলায় রিংকু সিংয়ের ব্যাটে।

আরও পড়ুন