বাবরের নেতৃত্ব ছাড়া নিয়ে যা বললেন শাদাব

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল ভালো সময় কাটিয়েছে বলেই মনে করেন শাদাব খানছবি: এএফপি

বিশ্বকাপের ব্যর্থতা পাকিস্তানের ক্রিকেটকে অনেকটাই এলোমেলো করে দিয়েছে। ভারতে এবারের ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই গিয়েছিল পাকিস্তান দল। কিন্তু প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছে তারা। এরপরই শুরু হয় বাবরদের সমালোচনা। সেই সমালোচনার তোড়েই সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম।

শুধু অধিনায়কত্ব থেকে বাবরের সরে দাঁড়ানোই নয়, পাকিস্তানের ক্রিকেটে রদবদল হয়েছে আরও। এসেছে নতুন টিম ডিরেক্টর ও নির্বাচক কমিটি। মিকি আর্থারের জায়গায় টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। নির্বাচক কমিটির প্রধান হয়েছেন ওয়াহাব রিয়াজ। আর বাবরের জায়গায় টেস্ট ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। শাহিন আফ্রিদিকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির নেতৃত্ব। ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক এখনো ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেটের এই পরিবর্তন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ এটাকে ভালো চোখে দেখছেন, কেউ আবার এটাকে নেতিবাচক হিসেবে নিয়েছেন। বাবরের নেতৃত্ব ছাড়া নিয়েও আছে দুই রকমের আলোচনা। সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবরের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে কথা বলেছেন দলটির লেগ স্পিনার শাদাব খান। বিশ্বকাপে বাবরের সহকারীর দায়িত্ব পালন করেছিলেন শাদাব।

সাক্ষাৎকারে বাবরের প্রশংসা করে শাদাব বলেছেন, ‘দেখুন, সবারই নিজের সিদ্ধান্ত বলে একটা বিষয় আছে। বাবর তার নিজের সিদ্ধান্তেই সরে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে পাকিস্তান দলে আমাদের দারুণ সময় কেটেছে।’ শাদাব এরপর টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির প্রশংসাও করেন, ‘এখন শাহিন দায়িত্ব নিয়েছে। আমরা এ নিয়ে রোমাঞ্চিত। আমরা পিএসএলে শাহিনের নেতৃত্ব দেখেছি। ভালোই মনে হয়েছে।’

আরও পড়ুন
বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। দায়িত্ব ছাড়ার আগে লাহোরে দেখা করেছেন পিসিবিপ্রধান জাকা আশরাফের সঙ্গে
ফাইল ছবি

পিএসএলে ভালো নেতৃত্ব দেওয়া শাহিন জাতীয় দলের অধিনায়ক হিসেবে কেমন করেন, এটা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। শাদাবও এর বাইরে নন, ‘দেখা যাক, তার নেতৃত্বে খেলতে কেমন লাগে। শাহিনের নেতৃত্বে খেলতে আমি উন্মুখ হয়ে আছি।’
বিশ্বকাপের ব্যর্থতার পর দেশে ফিরে পিসিবিপ্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। এরপর ১৫ নভেম্বর পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

আরও পড়ুন