২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৫০০ রানের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ও সেঞ্চুরিয়নে আরও যত রেকর্ড

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে রান তাড়ার নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকাছবি: রয়টার্স
২০০৬ সালের ১২ মার্চ। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সে অবিশ্বাস্য কাণ্ড করেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে ওয়ানডে ম্যাচ জিতে গিয়েছিল প্রোটিয়ারা। শুধু ওয়ানডেই নয়, তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সফল রান তাড়ার বিশ্ব রেকর্ড হয়ে আছে সেটি। ১৭ বছর পর আজ টি-টোয়েন্টি সংস্করণেও সবচেয়ে বেশি রান তাড়ার করার রেকর্ডটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার শিকার ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের তোলা ২৫৮ রান ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ রেকর্ড বইয়ে ওলটপালট করেছে আরও অনেককিছু...

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল রান তাড়ার রেকর্ড

* স্বীকৃত টি-টোয়েন্টিতেও রেকর্ড এটি। আগের রেকর্ডটিও হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে।  নিউজিল্যান্ডের ২৪৪ রান টপকে জিতেছিল অস্ট্রেলিয়া।

৫১৭

দুদল মিলে তোলা রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক ম্যাচে যা সবচেয়ে বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির আগের রেকর্ড ৪৮৯, ২০১৬ সালে লডারহিলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মিলে তুলেছিল তা। স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের রেকর্ডটা টিকল না ১৫ দিনও। গত ১১ মার্চ পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতানস ম্যাচে উঠেছিল ৫১৫ রান।

২৫৮

দক্ষিণ আফ্রিকার রান স্বীকৃত টি-টোয়েন্টিতেই দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ। পেছনে পড়ল গত ১১ মার্চ কোয়েটা গ্লাডিয়েটর্সের ২৫৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের রেকর্ড বুলগেরিয়ার। ২০২২ সালে সার্বিয়ার ২৪২ রান টপকে ২৪৪ রান করেছিল বুলগেরিয়ানরা।

৩৫

ম্যাচে দুদল মিলে ছক্কা মেরেছে ৩৫টি। ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে যা নতুন বিশ্ব রেকর্ড। পেছনে পড়েছে ২০২২ সালের বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচের ৩৩ ছক্কা।

আরও পড়ুন
দুদল মিলে রেকর্ড ৩৫টি ছক্কা মেরেছে
ছবি: রয়টার্স
২২

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ছক্কা সংখ্যা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা যৌথভাবে ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২২টি ছক্কা মেরেছিল আফগানিস্তানও।

৪৬

ম্যাচে মোট চার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এক ম্যাচে সর্বোচ্চ ৪৭টি চার হয়েছে ২০০৯ সালের ভারত-শ্রীলঙ্কা ম্যাচে।

২৯

দক্ষিণ আফ্রিকার ইনিংসে চার। এটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ইনিংসে সর্বোচ্চ ৩০টি ছক্কা শ্রীলঙ্কার, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে।

আরও পড়ুন
৩৯ বলে সেঞ্চুরি করেছেন জনসন চার্লস
ছবি: রয়টার্স
৩৯

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম ও ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম সেঞ্চুরি এখন জনসন চার্লসের। আগের রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৬ বিশ্বকাপে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি গেইল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি

১৫

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্রুততম ফিফটি রেকর্ড নতুন করে লিখেছেন কুইন্টন ডি কক। আগের রেকর্ডটাও তাঁর। ২০২০ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ফিফটি ছুঁয়েছিলেন ডি কক।

৪৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি কুইন্টন ডি ককের (৪৩ বল)। ওপরে শুধু ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলারের ৩৫ বলের সেঞ্চুরিটা।

আরও পড়ুন