পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানো নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

ছবিটি গত বছরের, যখন পান্ডিয়া খেলতেন গুজরাট টাইটানসেবিসিসিআই

রোহিত শর্মা দলে থাকতেই হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক ঘোষণা চমকে দিয়েছিল অনেককেই। মুম্বাইয়ের সমর্থকেরা যে এটি পছন্দ করেননি, তা স্পষ্ট হয়ে যায় রাতারাতি ফ্র্যাঞ্চাইজির সামাজিক যোগাযোগামাধ্যম অনুসারী উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার ঘটনায়। পরে তো মুম্বাই মাঠে নামলেই পান্ডিয়াকে দুয়ো দিয়েছে গ্যালারির দর্শক।

মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব নিয়ে এত কিছু ঘটে গেলেও চুপই ছিলেন রোহিত শর্মা। পান্ডিয়ার নেতৃত্বে প্রায় দেড় মাস খেলার পর অবশেষে নীরবতা ভেঙেছেন ভারতের তারকা ওপেনার। কথা বলেছেন মুম্বাইয়ের অধিনায়কত্ব হারানো আর পান্ডিয়ার নেতৃত্বে খেলা নিয়ে।

ভারতের তিন সংস্করণের অধিনায়ক হওয়ার আগে থেকেই আইপিএলে মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। তাঁর অধিনায়কত্বেই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। সেই রোহিত দলে থাকা অবস্থায়ই পান্ডিয়াকে গুজরাট টাইটানস থেকে এনে অধিনায়ক বানিয়েছে মুম্বাই। ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে কাল মুম্বাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রোহিত। সেখানে তাঁকে পান্ডিয়ার নেতৃত্বে খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এক সাংবাদিক।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে দীর্ঘ জবাব দিলেও এ ক্ষেত্রে রোহিত কথা বলেছেন কমই, তবে অধিনায়কত্ব হারানোর বিষয়টি যে তাঁর ভালো লাগেনি তা ছিল স্পষ্ট, ‘দেখুন, এটা জীবনেরই অংশ। সবকিছু আপনার মনমতো হবে না। তবে (পান্ডিয়ার নেতৃত্বে খেলা) চমৎকার অভিজ্ঞতা।’

আরও পড়ুন

আইপিএলে মুম্বাইয়ের সাধারণ সদস্য হিসেবে খেলা রোহিত জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন। মজার বিষয় হচ্ছে, ভারতীয় দলের জার্সিতে তাঁর সহকারীর ভূমিকায় দেখা যাবে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকেই। কারও নেতৃত্বে খেলা বা কাউকে নেতৃত্ব দেওয়াটাকে স্বাভাবিকভাবেই দেখছেন রোহিত, ‘আমি যখন অধিনায়ক ছিলাম না, তখন অনেকের অধীনে খেলেছি। আমার কাছে এটা নতুন কিছু নয়।’

ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা
এএফপি

অধিনায়ক হওয়ার আগে ভারত জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ ও বিরাট কোহলির অধীনে খেলেছেন রোহিত। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন অ্যাডাম গিলক্রিস্ট, হরভজন সিং ও রিকি পন্টিংয়ের নেতৃত্বে। তবে এর সবই ছিল রোহিতের ক্যারিয়ারের শুরুর দিকে বা অধিনায়ক হওয়ার আগে। এদিক থেকে পান্ডিয়ার নেতৃত্বে খেলাটা তাঁর জন্য ভিন্ন অভিজ্ঞতাই, যা ফুটে উঠেছে রোহিতের অল্প কথার জবাবেই।

আরও পড়ুন