২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সেই টন্টনে এবার ব্যাট হাতে কত করলেন সাকিব

সারের হয়ে এক ম্যাচ খেলতে যুক্তরাজ্যে আছেন সাকিব আল হাসানসারে ক্রিকেট

সেই টন্টনে ব্যাট হাতে ফিরেছেন, কিন্তু ফর্মটা ফেরাতে পারলেন না সাকিব আল হাসান।

২০১৯ বিশ্বকাপে টন্টনের কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন সাকিব। সেদিন মাঠ ছেড়েছিলেন বাংলাদেশকে জিতিয়ে, নামের পাশে ছিল ১২৪ রানের অপরাজিত ইনিংস। পাঁচ বছর পর সেই মাঠে সারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। সমারসেটের বিপক্ষে শুরুটা হয়েছে বল হাতে ৪ উইকেট নিয়ে। তবে ব্যাট হাতে সাকিব প্রথম ইনিংসে আটকে গেছেন ১২ রানে।

সাকিব ব্যাট হাতে নেমেছেন ৬ নম্বরে। শুরুতে দেখেশুনে খেলারই চেষ্টা করেছেন। ১৩ বলে ৫ রান নেওয়ার পর ১৪তম বলে মেরেছেন প্রথম বাউন্ডারি। আর্চি ভনকে মারা এই চারই শেষ পর্যন্ত ইনিংসে তাঁর প্রথম এবং একমাত্র হয়ে থেকেছে। কারণ, পরের ওভারেই বাঁহাতি স্পিনার জ্যাক লিচের বলে তাঁর হাতে ক্যাচ দিয়েছেন। ১২ রান করা ইনিংস থেমেছে ২৪ বল খেলেই।

সাকিব রান না পেলেও তাঁর দল অবশ্য খুব খারাপ খেলেনি। সমারসেট অলআউট হয়েছিল ৩১৭ রানে, সারে তুলেছে ৩২১ রান। ৪ রানের লিড নেওয়া ইনিংসে সবচেয়ে বড় অবদান টম কারেনের, যিনি শেষ ব্যাটসম্যান হিসেবে লিচের শিকার হওয়ার আগে করেছেন ৮৬ রান। এ ছাড়া রায়ান প্যাটেল ৭০, বেন গেডেস ৫০ ও বেন ফোকস ৩৭ রানের ইনিংস খেলেছেন।

আরও পড়ুন

সমারসেটের হয়ে ছয়জন বোলিং করলেও ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুজনই। ১০৫ রানে ৪ উইকেট ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিনার লিচের। আর ১০২ রানে ৬ উইকেট নিয়ে সেরা আর্চি ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চির এটিই প্রথম শ্রেণিতে সেরা বোলিং।

তৃতীয় দিন মধ্যাহ্নবিরতির পর সমারসেট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে বিনা উইকেটে ৩ রান তুলেছে সমারসেট।

আরও পড়ুন