টানা পাঁচ জয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল কোহলিদের বেঙ্গালুরু

টানা পঞ্চম জয় পেয়েছে বেঙ্গালুরুএএফপি

প্রথম আট ম্যাচে মাত্র একটি জয়—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই দলটাই জিতল পরের পাঁচটি ম্যাচ। আজ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়ে প্লে-অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখল বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুর করে ৯ উইকেটে ১৮৭ রান। রান তাড়ায় দিল্লি ১৯.১ ওভারে অলআউট ১৪০ রানে। ৪৭ রানের এই জয়ের পর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু সাত থেকে উঠে গেছে পয়েন্ট তালিকার পাঁচে। অন্যদিকে সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসেবে দিল্লি নেমে গেছে ছয়ে।

বেঙ্গালুরুর ইনিংসে সর্বোচ্চ ৫২ রান রজত পাতিদারের। ৩২ বলে ৩টি করে চার ছক্কায় এই রান করেছেন চারে নামা এই ব্যাটসম্যান। ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের। এ ছাড়া ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২ ও বিরাট কোহলি ১৩ বলে ২৭ রান করেন। আগের ম্যাচে ৯২ রান করা কোহলি আজ মেরেছেন ৩টি ছক্কা।

ফিফটির পথে রজত পাতিদারের আরেকটি শট
এএফপি

রান তাড়ায় ৩.৩ ওভারেই ৩০ রান তুলে ৪ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। ফিরে যান ডেভিড ওয়ার্নার, অভিষেক পোরেল, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও কুমার কুশাগ্রা।এরপর শাই হোপকে নিয়ে পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল।

আরও পড়ুন

হোপ ২৩ বলে ২৯ রান করে ফিরে যাওয়ার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। ১৬তম ওভারে দলকে ১২৮ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অক্ষর । ৫ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেছেন এই স্পিনিং অলরাউন্ডার।

৫৭ রান করেছেন দিল্লির অক্ষর প্যাটেল
বিসিসিআই

আগামী শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

আরও পড়ুন