হাইব্রিড মডেলের এশিয়া কাপে যে সমস্যা দেখছেন শাদাব

হাইব্রিড মডেলের এশিয়া কাপে সমস্যা দেখছেন শাদাব খানএএফপি

এর আগে কখনোই যৌথ আয়োজনের এশিয়া কাপ হয়নি। মহাদেশীয় টুর্নামেন্টে ৩-৬টি দল খেলে, তাতে দুটি আলাদা দেশ প্রয়োজনও পড়েনি। তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক জটিলতায় এবার এশিয়া কাপ আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তানের সঙ্গে খেলা হবে শ্রীলঙ্কাতেও।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংকটের মাঝে শেষ পর্যন্ত এ হাইব্রিড মডেল অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া এবারের এশিয়া কাপকে আলোর মুখ দেখাচ্ছে। কিন্তু তাতে তৈরি হয়েছে আরেক সংকট। দুই দেশে গিয়ে খেলতে হবে সে সংকট মূলত ভারত ছাড়া বাকি দলগুলোর জন্য। সেটিও আবার পাকিস্তান ও বাংলাদেশের জন্য আরও ঝক্কির।

পাকিস্তান গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচটি খেলবে ৩০ আগস্ট, মুলতানে নেপালের বিপক্ষে। তবে দুদিন পরই দলটি ভারতের বিপক্ষে মুখোমুখি হবে পাল্লেকেলেতে। রোববার পর্যন্ত আবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় ছিল পাকিস্তান। পরে একই দিনে রওনা দিয়ে দেশে গিয়ে পৌঁছেছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা দলটি।

ভ্রমণ ঝক্কি নিতে হবে পাকিস্তানকে
এএফপি

এশিয়া কাপের গতবারের ফাইনাল খেলা দলটিকে স্বাভাবিকভাবেই এবার ভ্রমণের ঝক্কি ভাবাচ্ছে। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাদাব খানকে। এ ব্যাপারে এ অলরাউন্ডার বলেন, ‘দেখুন, এটি প্রভাব ফেলতেও পারে, আবার না-ও পারে। আমরা এখনো ভ্রমণ করা শুরু করিনি। তবে নিশ্চিতভাবেই অনেক ভ্রমণ করতে হবে বলে মনে হয়। আমরা নিজেদের পানিশূন্যতায় ভুগতে দেব না। এ রকমের আবহাওয়ায় বিশেষ করে আমাদের ফাস্ট বোলারদের জন্য এটি বেশ কঠিন।’

আরও পড়ুন

পাকিস্তানের মতো ভ্রমণের ঝক্কি নিতে হবে বাংলাদেশকেও। গ্রুপ পর্বে সাকিব আল হাসানের দলের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। এর দুদিন পরই লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে তাদের। ভারত নিজেদের সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে বলে সূচিতে পাকিস্তান-বাংলাদেশের মতো দলকে বাড়তি ভ্রমণ-ঝক্কি পোহাতে হবে।

শ্রীলঙ্কায় খেলার দুদিন পরই সাকিবদের যেতে হবে পাকিস্তানে
শ্রীলঙ্কা ক্রিকেট

ব্যাপারটি সহজ নয়, শাদাব সেটি মেনে নিচ্ছেন ঠিকই, ‘অনেক বেশি ভ্রমণ। দেখুন, আমাদের সিরিজ মাত্র শেষ হলো, কাল (রোববার) আবার আমরা ভ্রমণ করব। এটা কঠিন। দেখা যাক খেলোয়াড় হিসেবে কতটা মানিয়ে নিতে পারি। ক্লান্তি থাকবেই। আর এখন আমরা অনেক টি-টোয়েন্টি খেলি বলে ওয়ানডেকেও বেশ দীর্ঘ মনে হয়। ৫০ ওভার ধরে একনাগাড়ে তীব্রতাটা ধরে রাখতে হয়। আশা করি কোনো চোটের ঘটনা ঘটবে না, সূচিটা বেশ ঠাসা।’

আরও পড়ুন

গ্রুপ পর্ব পেরিয়ে গেলে বাংলাদেশকে সুপার ফোরেও কম সময়ের ব্যবধানে দুই দেশে খেলতে হবে। সুপার ফোরে বাংলাদেশ উঠবে বি২ হয়ে, সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ লাহোরে। দুদিন পরই পরের ম্যাচটি কলম্বোতে। এমন সূচি হলে দুটি ম্যাচের মধ্যে পর্যাপ্ত বিরতি রাখতে বলেছিল বিসিবি, যদিও সে অনুরোধ রাখা হয়নি।

এশিয়া কাপের সূচি প্রকাশের পর এ নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, ‘আমাদের প্রথম ম্যাচটা খেলে লাহোরে যেতে হবে। কিছু করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখে আরেকটা ম্যাচ।’

তবে টুর্নামেন্টের মাঝে ভ্রমণের জন্য দলগুলোকে চার্টার্ড বা ভাড়া করা বিমান দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।