অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ৭ নতুন মুখ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ১৫ সদস্যের যে দলে ৭ জনই নতুন মুখ। টেস্ট খেলতে না চাওয়ায় দলে নেই কাইল মায়ার্স ও জেসন হোল্ডার। চোটের কারণে দলে নেই জেডেন সিলস।
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ভারতের বিপক্ষে। সেই দল থেকে বাদ পড়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, রাকিম কর্নওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান। ভারত সিরিজের স্কোয়াডে থাকা অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার এই সিরিজে জায়গা ধরে রেখেছেন। ভারত সিরিজে তাঁর খেলার সুযোগ হয়নি।
স্কোয়াডে থাকা বাকি নতুন মুখেরা হলেন—ব্যাটসম্যান জাচারি ম্যাককাসকি, উইকেটকিপার টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, পেসার আকিম জর্ডান ও শামার জোসেফ। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলা গুড়াকেশ মোতি এই সিরিজে ফিরেছেন।
সিডব্লুআইয়ের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন মূল খেলোয়াড়কে না পাওয়া স্কোয়াডে প্রভাব ফেলেছে। যদিও এক বছর ধরে আমাদের বেশ শক্তিশালী লাল বল প্রকল্প চলছে, যা সব অঞ্চল থেকে দারুণ প্রতিভা তুলে আনছে। যেসব পরীক্ষা নির্বাচিত খেলোয়াড়দের দেওয়া হয়েছে, প্রতিটিতে তারা পাস করেছে। এখন তাদের টেস্টে দক্ষতা দেখানোর সুযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলা সব সময়ই বড় চ্যালেঞ্জ। তবে আমরা আমাদের দল নিয়ে আত্মবিশ্বাসী।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এই সিরিজে যথারীতি ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক থাকছেন ক্রেইগ ব্রাফেট। পেসার আলজারি জোসেফকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২৫ জানুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), তেজনারায়ণ চন্দরপল, আলিক আথানাজে, কার্ক ম্যাকেঞ্জি, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান, শামার জোসেফ ও গুড়াকেশ মোতি।