২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বছরে বেতন ২২ কোটি টাকা, পাকিস্তানের কোচ হতে রাজি হবেন কি ওয়াটসন

পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের কোচ হিসেবে কাজ করছেন শেন ওয়াটসনএক্স

পাকিস্তান জাতীয় দলের কোচ হতে শেন ওয়াটসনকে বছরে ২০ লাখ মার্কিন ডলার বেতন দিতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। দায়িত্ব নিতে রাজি হলে প্রতি মাসে ১ লাখ ৬৫ হাজার ডলারের বেশি বেতন পাবেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার, যা বাংলাদেশি মুদ্রায় মাসে ১ কোটি ৮৩ লাখ এবং বছরে প্রায় ২২ কোটি টাকা।

তবে এমন বড় অঙ্কের বেতনেও ওয়াটসন রাজি হবেন কি না, নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন বলে আভাস আছে। সে ক্ষেত্রে ড্যারেন স্যামি অথবা মাইক হেসনের দ্বারস্থ হতে পারে পিসিবি।

গত নভেম্বরে বিশ্বকাপের পর গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তান দলের প্রধান কোচের পদ খালি। ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে অন্তর্বর্তী কোচের কাজ চালিয়েছিলেন মোহাম্মদ হাফিজ, যার মূল দায়িত্ব ছিল টিম ডিরেক্টরের। তবে গত মাসে টিম ডিরেক্টরসহ হাফিজকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় পিসিবি। এর মধ্যে পরিবর্তন আসে পিসিবির শীর্ষ পদেও, নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন মহসিন নাকভি।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নতুন পিসিবি চেয়ারম্যান বিদেশি কোচিং স্টাফ নিয়োগ দিতে আগ্রহী। এ ক্ষেত্রে ৪২ বছর বয়সী ওয়াটসন প্রথম পছন্দ। কোনো আন্তর্জাতিক দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই ওয়াটসনের, তবে চলমান পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের দায়িত্বে আছেন তিনি। পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, ওয়াটসন কোচের দায়িত্ব নিতে ২০ লাখ মার্কিন ডলার দাবি করেছেন। যদিও এক্সপ্রেস ট্রিবিউনের খবর, পিসিবিই এই পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ওয়াটসন রাজি হলে তিনি হবেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধান কোচ। এর আগে কোনো কোচই এত বেশি বেতন পাননি।

আরও পড়ুন

তবে রেকর্ড অর্থেও ওয়াটসন রাজি হবেন কি না, নিশ্চিত নয়। পিসিবির একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘অস্ট্রেলিয়ায় তাঁর একটি নতুন পরিবার রয়েছে। যুক্তরাষ্ট্রের মেজরল লিগেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে পাকিস্তানের কোচের চাকরির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি ভাবছেন। পিসিবি চায়, ওয়াটসন যেন বেশির ভাগ সময় পাকিস্তানে কাটান এবং ঘরোয়া পর্যায়ে থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ ও তাদের উন্নতিতে সহায়তা করেন।’

সূত্রটি স্বীকার করেছে, পিসিবি ও কোচিং স্টাফের মধ্যে ঘন ঘন পরিবর্তনের কারণে ওয়াটসন সিদ্ধান্ত চূড়ান্ত করতে সময় নিচ্ছেন। এদিকে জিও সুপার জানিয়েছে, ওয়াটসনের ঘনিষ্ঠ একটি সূত্র তাঁর কোচের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানিয়েছে। কারণ, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে রাজি নন তিনি।

কোচের পদে ওয়াটসমন ছাড়াও স্যামি ও হেসনের দিকে দৃষ্টি আছে পিসিবির। হেসন পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং স্যামি পেশোয়ার জালমির কোচের দায়িত্ব পালন করছেন। পিএসএল শেষ হলে আগামী ১৮ এপ্রিল শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে পিসিবি বিদেশি প্রধান কোচ নিয়োগ না দিতে পারলে স্থানীয় কোচ ও বিদেশি পরামর্শককে দায়িত্ব দিতে পারে।

আরও পড়ুন