বিশ্বকাপে দ্বিতীয়বার জরিমানা দিল পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় নিজের হতাশা প্রকাশ করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমএএফপি

ওভারের মন্থর গতির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওভারের মন্থর গতির কারণে জরিমানা দিতে হলো পাকিস্তানকে।

বেঙ্গালুরুতে গতকাল ডিএলএস পদ্ধতিতে ২১ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে বাবর আজমের দল। গতকাল হয়ে যাওয়া ম্যাচে আগে বোলিং করে পাকিস্তান। তবে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করেছিল দলটি। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছিল নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই তাতে সময় লেগেছিল বেশি, কিন্তু সেসব বিষয় বিবেচনায় এনেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাবর আজমের দলকে জরিমানার শাস্তি দিয়েছেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সে নিয়ম অনুযায়ীই ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে দলটিকে।

উইকেট পাওয়ার পর পাকিস্তান দলের উদ্‌যাপন
এএফপি

এ ম্যাচে অন ফিল্ড আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার পল উইলসন ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো, টেলিভিশন আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওর্থ, চতুর্থ আম্পায়ার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফখর জামানের ঝোড়ো শতকে ২৫.৩ ওভারে ২০০ রান তুলে ফেলে পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা আর শুরু হতে না পারায় ডিএলএস পদ্ধতিতে জয় পায় পাকিস্তান।

এর আগে গত ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ওভারের মন্থর গতির কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল পাকিস্তানকে, সে ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার কম করেছিল তারা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তান ছাড়া ওভারের মন্থর গতির কারণে জরিমানা দিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।