২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন বাউচার

দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারছবি: এএফপি

অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্ট বিশ্বকাপের পরই সরে দাঁড়াবেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। আজ এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ইংল্যান্ডের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ হারার পরই বাউচারের সরে দাঁড়ানোর ঘোষণা এল।

ক্যারিয়ার এগিয়ে নিতে এবং সামনে থাকা অন্য সুযোগগুলো কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাউচার। প্রধান কোচের পদ থেকে তাঁর সরে যাওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রোটিয়া বোর্ড। ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনাও জানিয়েছে তারা।

বাউচারের বিদায় নিয়ে সিএসএর প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ৩ বছরের বেশি সময় ধরে মার্ক যে প্রচেষ্টা দেখিয়েছেন, সে জন্য আমরা তাঁকে ধন্যবাদ দিতে চাই। অনেক সিনিয়র খেলোয়াড় অবসর গ্রহণের পর তিনি আমাদের কঠিন সময় থেকে বেরোনোর পথ দেখিয়েছেন। পাশাপাশি প্রোটিয়াদের পরবর্তী প্রজন্মের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছেন। আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ এবং তাকে ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানাতে চাই।’

ক্রিকেট পরিচালক এনোক এনকেওয়া আরও যোগ করেছেন, ‘মার্কের চলে যাওয়ার সিদ্ধান্তে আমরা হতাশ। তবে আমরা তাঁর ইচ্ছাটা বুঝতে পেরেছি এবং সেটাকে সম্মান জানাচ্ছি। সে একজন প্রোটিয়া কিংবদন্তি এবং আমাদের দেশের ক্রিকেটের জন্য মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু করেছে।’

বাউচারের অধীনে বেশ কিছু সাফল্য পেয়েছে প্রোটিয়ারা
ছবি: এএফপি

২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব নেন বাউচার। তাঁর অধীনে ১০টি টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ভারতের বিপক্ষে জানুয়ারিতে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়ও আছে। বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ২ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে বাউচারের অধীনে ১২টি ওয়ানডে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ২৩ ম্যাচে। সর্বশেষ জয়টি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দলের সঙ্গে থাকবেন বাউচার। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রোটিয়ারা খেলবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।