বোলিং উপভোগ করেই সেরা পারফরম্যান্স তানজিমের

নতুন বলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তানজিমএএফপি

অবিশ্বাস্য বললেও কি কম বলা হয়! নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ১৮ ওয়ানডে এবং ৯টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে জয়শূন্য ছিল বাংলাদেশ। নেপিয়ারে আজ সে ইতিহাসটাই পেসারদের আগুনে পাল্টে দিল নাজমুল হোসেনের দল।

নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে অলআউট করে ১৫.১ ওভারেই ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ে মূখ্য ভূমিকা ছিল পেসারদের। নিউজিল্যান্ডের ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ম্যাচসেরা কে, পেসারদের মধ্য থেকে তা বাছাই করতে গিয়ে অ্যাডজুকেটররা কি সমস্যায় পড়েছিলেন!

আরও পড়ুন

৭ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল। নতুন বলে তাঁর সঙ্গে অন্য প্রান্ত থেকে বল করা তানজিম হাসান ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। এমনকি ‘পার্ট–টাইম’ মিডিয়াম পেসার সৌম্য সরকারও ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। ১টি মেডেনও আছে।

ম্যাচসেরার পুরস্কার হাতে তানজিম হাসান
এএফপি

তানজিমের মেডেন অবশ্য ২টি। শরীফুল মেডেন আদায় করে নিতে পারেননি। ইকোনমি রেট, মেডেনসংখ্যা এবং উইকেট বিচারে ২১ বছর বয়সী পেসার তানজিমই হয়েছেন ম্যাচসেরা। ৮ম ওভারের মধ্যে নিউজিল্যান্ডের ২২ রানে প্রথম দুই উইকেট হারানোর কারিগর ছিলেন এই পেসার। ভেতরে–বাইরে দুই দিকেই সুইং আদায় করে নেওয়া তানজিম শিকার করেন রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেলকে। ওয়ানডেতে ৫ ম্যাচের ক্যারিয়ারে এটা তাঁর সেরা বোলিং।

আরও পড়ুন

জয়ের পর ম্যাচসেরা হয়ে এই পেসার সম্প্রচারক চ্যানেলকে বলেছেন, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই সন্তুষ্ট। যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল। বোলিংটা উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। লাইন ও লেংথ ধরে রেখে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি। পেসারদের জন্য এটা দারুণ পিচ। লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে সেটা পেরেছি।’

নেপিয়ারের ম্যাকলিন পার্কের কন্ডিশন এক কথায় পেসারদের স্বর্গ। পেস, বাউন্স, সুইং ও সিম মুভমেন্টের এই কন্ডিশনে পেসারদের দাপট দেখা যাবে, এমনই ছিল প্রত্যাশা। বাংলাদেশের পেসাররা তা মিটিয়েছেন নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের ১০ উইকেটই নিয়ে। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও হারের পর বাংলাদেশের বোলারদের প্রশংসা করেন, ‘অবশ্যই আমরা স্বাভাবিকের চেয়েও অনেক বাজে খেলেছি...বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।’

আরও পড়ুন