মোস্তাফিজের আজ কঠিন পরীক্ষা
৪ ম্যাচ খেলে ৯ উইকেট, ম্যাচে ৪ উইকেট নিয়েছেন একবার। এবারের আইপিএলে এখন পর্যন্ত বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেটও (১০) তাঁর। বলা হচ্ছে মোস্তাফিজুর রহমানের কথা। বাংলাদেশ দলের এই পেসার এবারের আইপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। মোস্তাফিজের চেয়ে এগিয়ে থাকা যুজবেন্দ্র চাহাল (১১) ও যশপ্রীত বুমরা (১০) তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।
আজ বুমরার মুম্বাই মুখোমুখি হবে মোস্তাফিজের চেন্নাইয়ের। খেলাটা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হার্দিক-রোহিতরা ঘরের মাঠে তাঁদের সর্বশেষ দুই ম্যাচে কী করেছে, তা সবারই জানা। ১১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৯৬ রান মুম্বাই তাড়া করেছে ১৫.৩ ওভারে। ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে মুম্বাই করেছে ৫ উইকেটে ২৩৪ রান।
বুঝতেই পারছেন, আজ চেন্নাইয়ের বিপক্ষেও মুম্বাই খেলবে ব্যাটিং-স্বর্গে। মুম্বাইয়ের দলটাও যেন ভালো উইকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য আদর্শ। টপ অর্ডারে রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষানের জুটি দারুণ জমে উঠেছে। এরপর একে একে নামেন পাওয়ার হিটার—সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মার পর ফিনিশারদের মধ্যে আছেন টিম ডেভিড, মোহাম্মদ নবি ও রোমারিও শেফার্ড। দলটাকে দমিয়ে রাখা একটু কঠিনই, বিশেষ করে ছোট বাউন্ডারির ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
আজ বোলারদের ‘মৃত্যুপুরী’তেই ভালো করতে হবে মোস্তাফিজকে। এর আগে আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ১৪টি, ইকোনমি ৮.৮২। এই মাঠে মোস্তাফিজের সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট এসেছে সেই ২০১৬ সালে, আইপিএলে তাঁর অভিষেক মৌসুমে।
এই মৌসুমে মোস্তাফিজের খেলা ৪টি ম্যাচের ৩টিই চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। মোস্তাফিজের ৯ উইকেটের ৮টিই এসেছে সেখানে—ইকোনমি ৬.৭৫, গড় (১০.১) ও স্ট্রাইক রেটও অবিশ্বাস্য (৯)। চেন্নাইয়ের মন্থর উইকেটে মোস্তাফিজের বোলিং যে খুবই কার্যকরী, তা স্পষ্ট।
কিন্তু চেন্নাইয়ের বাইরে? বিশাখাপত্তনমে যেমন দিল্লির বিপক্ষে চেন্নাই ম্যাচে মোস্তাফিজ ৪ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এবারের আইপিএলে এটিই মোস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং। আজ চেন্নাইয়ের একাদশে থাকল মুম্বাইয়ের মাঠের পরীক্ষায় মোস্তাফিজ কেমন করেন, সেদিকে চোখ থাকবে সমর্থকদের।
নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল অবশ্য ছন্দে ফেরা মোস্তাফিজকে একাদশে রাখার পক্ষে। কাল ক্রিকবাজের ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে মোস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘আমি ফিজকে একাদশে চাইব। ওকে সরাতে চাচ্ছি না। কারণ, সে গত দুই বছরের মধ্যে এই মুহূর্তে সেরা বোলিংটা করছে।’
এবার মোস্তাফিজের চেন্নাইয়ের ছন্দটাকে মুম্বাইয়ের মাঠেও ধরে রাখার পালা।