ইংল্যান্ডকে ধ্বংস করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরা
৭১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটা গতকালই করেছেন যশপ্রীত বুমরা। ভারতের পেসার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭.২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। বুমরার বিধ্বংসী বোলিংয়েই ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করে ভারত ম্যাচটি জিতেছে ১০ উইকেটে। বুমরা তাঁর পারফরম্যান্সের পুরস্কার পেলেন আজ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়েও। দুই বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতীয় পেসার। পাঁচ ধাপ এগিয়েছেন বুমরা।
২০২০ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন বুমরা। বোল্টের কাছে শীর্ষস্থান খোয়ানোর আগের দুই বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী বোলার। সব মিলিয়ে ৭৩০ দিন ওয়ানডের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ছিলেন ছিলেন বুমরা।
এগিয়েছেন ওভালে ৩১ রানে ৩ উইকেট নেওয়া বুমরা সতীর্থ মোহাম্মদ শামিও। তিন ধাপ এগিয়ে সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন ভারতীয় পেসার।
ভারত অধিনায়ক রোহিত শর্মা সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়েছেন। ৮০৩ পয়েন্ট নিয়ে কোহলি আছেন তিনে, ৮০২ পয়েন্ট নিয়ে রোহিত শর্মা। দুই ভারতীয়র ওপরে আছে দুই পাকিস্তানি বাবর আজম (১ম) ও ইমাম–উল–হক।
এগিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরাও
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ১৯–এ উঠেছেন তামিম।
বোলিংয়ে এগিয়েছেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া অলরাউন্ডার দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।
টি–টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের আরেক মেহেদী, মেহেদী হাসান। দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন এই অফ স্পিনার।
এক টেস্ট খেলেই ৫৫ নম্বরে জয়াসুরিয়া
টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন গলে দ্বিতীয় টেস্টে ৮৬ রানের ইনিংস খেলা শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান দিনেশ চান্ডিমাল ১৯ ধাপ এগিয়ে উঠেছেন ২৯–এ।
বোলিংয়ে অভিষেকেই ১২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ের নায়ক প্রবাত জয়াসুরিয়া ক্যারিয়ারের প্রথম টেস্টের পরেই র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে জায়গা পেয়েছেন।