ইশিমুয়ির ডাবল-হ্যাটট্রিকে রুয়ান্ডার ঐতিহাসিক জয়

ডাবল-হ্যাটট্রিক করেছেন রুয়ান্ডার অনূর্ধ্ব-১৯ দলের হেনরিয়েট ইশিমুয়িআইসিসি

বলটা করে আম্পায়ারের দিকে ঘুরে আবেদনই করছিলেন হেনরিয়েট ইশিমুয়ি। ভাবটা এমন, ‘এটাও তো আউট!’ আম্পায়ার লিসা ম্যাককেব ইঙ্গিত করছিলেন, এলবিডব্লুর তো দরকার নেই আর। ইশিমুয়ির ফুললেংথের বলে জিম্বাবুয়ের ১১ নম্বর ব্যাটার ফেইথ এনদলালাম্বি যে হয়েছেন বোল্ড!

সে উইকেট দিয়েই ডাবল হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় আগের তিন বলে তিন উইকেট নেওয়া পেসার ইশিমুয়ির। আর তাতেই এসেছে রুয়ান্ডার ঐতিহাসিক জয়ও। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে রুয়ান্ডা। আইসিসির যেকোনো সংস্করণের বিশ্বকাপে রুয়ান্ডার এটি প্রথম জয়।

পচেফস্ট্রুমের নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি মাঠে রুয়ান্ডার দেওয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল জিম্বাবুয়ে। ইশিমুয়ি নিজের শেষ ওভারটি করতে আসেন ইনিংসের ১৯তম ওভার, তখন অবশ্য রুয়ান্ডার জয় কাছে চলে এসেছিল অনেকটাই। শেষ ১২ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৪০ রান।

ঐতিহাসিক জয়ে রুয়ান্ডার খেলোয়াড়দের উল্লাস
আইসিসি

ইশিমুয়ির প্রথম বলটি ছিল ফুললেংথে, কুদজাই চিগোরা হন বোল্ড। ভেতরের দিকে ঢোকা পরের বলে এলবিডব্লু অলিন্ডার চারে। ইশিমুয়ির হ্যাটট্রিক পূর্ণ হয় ইয়র্কারে, চিপো ময়োকে বোল্ড করে। লাফাতে থাকা ইশিমুয়ির উল্লাসটা ছিল দেখার মতোই। পরের বলে এনদলালাম্বি বোল্ড, রুয়ান্ডার ইতিহাসও গড়া হয় তাতেই। রুয়ান্ডার খেলোয়াড়রা উল্লাসে মাতেন আরেকবার।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তিন বলে তিন উইকেট নেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার স্পিনার ম্যাডিসন ল্যান্ডসম্যান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেললেও ইশিমুয়ির আন্তর্জাতিক অভিজ্ঞতাও আছে। রুয়ান্ডা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার। ২০১৯ সালে ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। ক্রিকইনফোকে পরে এ পেসার বলেছেন, চারটি বলই তিনি ইয়র্কারই করতে চেয়েছিলেন। কারণ, এ ডেলিভারিটি অনেক অনুশীলন করেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডকে প্রস্তুতি ম্যাচে ১ রানে হারিয়েছিল রুয়ান্ডা। ইশিমুয়ি তাতে নিয়েছেন ১৯ রানে ২ উইকেট।

প্রথমবারের মতো এবার হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টি-টোয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্টে প্রথম ম্যাচেই অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। পরে শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপ ‘এ’ থেকে সবার আগে সুপার সিক্স খেলাও নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের।