সূচি
দল পরিচিতি
নেদারল্যান্ডস: বিশ্বকাপের আগেই অবিশ্বাস্য গল্প
ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো দল এবারের ওয়ানডে বিশ্বকাপ খেলছে না। গত জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্বে এই দলগুলোকে টপকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। বাছাইপর্ব থেকে মূল পর্বে আসা আরেক দল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল যে বিশ্বকাপ খেলবে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু নেদারল্যান্ডস? দারুণ ফর্মে থাকা স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের কথা যদি বাদও দেন, দুই–বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যে এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, এটা এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। তাদের জায়গায় ডাচদের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার গল্পটা এককথায় অবিশ্বাস্যই।
অবিশ্বাস্য বলার আরও কারণ আছে। বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে খেলতে হয়েছে দ্বিতীয় সারির দল নিয়ে। সে সময় ইংল্যান্ডের কাউন্টি মৌসুম চলছিল। নেদারল্যান্ডসের প্রথম সারির ক্রিকেটাররা দেশের হয়ে না খেলে কাউন্টি দলের হয়ে খেলেছেন। কলিন অ্যাকারম্যান, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, ফ্রেড ক্লাসেনরা না থাকায় ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে দল সাজায় নেদারল্যান্ডস। সেই দলই এনে দিয়েছে বিশ্বকাপের টিকিট।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ফিরেছেন তাদের তারকা ক্রিকেটাররা। অ্যাকারম্যান, মিকেরেন ও ফন ডার মারওয়ে—সবাই আছেন ডাচদের বিশ্বকাপ দলে। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার–ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস। দলটিতে চমকও আছে। সেই চমকের নাম সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার পর দেশ বদলেছেন। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।...আরও