২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বলে লালা মাখিয়ে নিয়ম ভাঙলেন ফিলিপস

নিউজিল্যান্ডের বোলার গ্লেন ফিলিপস বলে লালা মাখিয়েছেনছবি: শামসুল হক

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে সেই ওভারের তৃতীয় বল করার আগে বলে লালা মাখাতে দেখা যায়। একবার নয়, দুইবার এই ঘটনা ঘটে। সিলেট টেস্টের মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেল এ নিয়ে নিউজিল্যান্ড দলকে কোনো শাস্তি দেননি।

ক্রিকেটের আইনবিধির ৪৩.১ ধারায় লেখা আছে, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারে। এ ছাড়া আম্পায়ার বল পাল্টে ফেলতে পারে। আজ দুটির কোনোটিই হয়নি।

এর আগে ২০২২ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ওয়ানডে ম্যাচে বলে লালা ব্যবহার করেন আমিরাতের বোলার আলিশান শারাফু। শাস্তি হিসেবে নেপালের স্কোরে ৫ রান যোগ করা হয়।

আরও পড়ুন