২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিলেটে রেকর্ডের এক দিন

ওয়ানডে অভিষেকে ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয়ছবি: শামসুল হক
ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ, সবচেয়ে বড় জয়, অভিষেকেই ম্যাচসেরা তাওহিদ হৃদয়, সাকিবের ‘ডাবল’, উইকেটের পেছনে মুশফিকের রেকর্ড—সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডেটা রেকর্ড বইয়ে কম পরিবর্তন আনেনি।
৩৩৮/৮

ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৩৩৩/৮, ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ

১৮৩

রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ১৬৯, ২০২০ সালে সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে।

ওয়ানডেতে বাংলাদেশের বড় জয় (রানের হিসাবে)

আরও পড়ুন
৯২ রান করেছেন তাওহিদ হৃদয়
ছবি: প্রথম আলো

ওয়ানডেতে ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে নড়বড়ে নব্বইয়ে আউট হলেন তাওহিদ হৃদয়।

ওয়ানডে অভিষেকে নড়বড়ে ৯০

৯২

তাওহিদের ৯২ ওয়ানডে অভিষেকে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ।

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে ফিফটি

বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে ম্যাচসেরা হলেন তাওহিদ হৃদয়। আগের তিনজন সোহাগ গাজী, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

১৪০

ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় তাওহিদ হৃদয়।

আরও পড়ুন
আরেকটি ‘ডাবল’ পেয়েছেন সাকিব
ছবি: প্রথম আলো
৭০০০

• বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ৪৪তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান।
• সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেলেন সাকিব।
• ২২৮ ম্যাচে এই ডাবল ছুঁয়েছেন সাকিব। জয়াসুরিয়ার ৩৯৭ ও আফ্রিদির লেগেছিল ৩৪১ ম্যাচ।

ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেট

ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান

৯০

ওয়ানডেতে চতুর্থবার ও তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টমবার ৯০ এর ঘরে থামলেন সাকিব। দুটিই বাংলাদেশের রেকর্ড ও দুই রেকর্ডেই সাকিবের সঙ্গী মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের দুই ব্যাটসম্যান ৯০-র ঘরে আউট হলেন। প্রথমবার ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে—সাকিব (৯৭) ও নাসির (৯৪)।

আরও পড়ুন
৫টি ডিসমিসাল পেয়েছেন মুশফিক
ছবি: প্রথম আলো

পাঁচটি ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে যা বাংলাদেশের উইকেটকিপারদের ডিসমিসালে যৌথ রেকর্ড।  

এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল (বাংলাদেশ)

৪/৪২

ওয়ানডেতে ইবাদতের সেরা বোলিং। আগের সেরা ৪/৪৭, ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে।

৪/৬০

আয়ারল্যান্ডের প্রথম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৪ উইকেট পেলেন গ্রাহাম হিউম।