ঈদ উদ্যাপন করেই মাঠে নামছে বাংলাদেশ দল
খেলার মধ্যে ঈদ পড়ে যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারেরই দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতাও আছে। বিশ্বকাপের মধ্যে ঈদ করারও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার সময়ই প্রস্তুতি ছিল এই দিনটির। জানাই ছিল, ঈদের দিন বাংলাদেশ দল থাকবে সেন্ট ভিনসেন্টে। সেই ঈদের দিনটি কবে, তা নিয়ে অবশ্য গত দুদিন দুই রকম কথা শোনা গেছে। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ করেন যুক্তরাষ্ট্র ও কানাডার ইসলাম ধর্মাবলম্বীরা। সেন্ট ভিনসেন্টেই তাহলে সেটিই হওয়া উচিত। তা হলে ঈদ হওয়ার কথা ১৬ জুন মানে আজ।
কিন্তু স্টেডিয়ামের পাশে ছোট্ট মসজিদের ইমাম জানিয়েছেন, ঈদ হবে ১৭ জুন অর্থাৎ বাংলাদেশে যেদিন হবে আর কি! সোমবার সকাল ৭টায় সেন্ট ভিনসেন্টে ঈদের একমাত্র জামাতও হবে। বাংলাদেশ দল অবশ্য সেটির অপেক্ষায় না থেকে আজই ঈদের নামাজ আদায় করে ফেলেছে।
স্থানীয় এক ইমামকে হোটেলে ডেকে নিয়ে সেখানেই ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। স্থানীয় মুসলমানদের দিয়েই দুপুরে বিশেষ খাবার রান্না করানো হয়েছে। পুরো দল সকালে একসঙ্গে প্রাতরাশ সেরেছে। দুপুরের খাওয়াটাও সবাই একসঙ্গেই খাবেন।
সৌদি আরবের সঙ্গে মিলিয়ে এক দিন আগেই ঈদ উদ্যাপন করে ফেলার কারণ, সুপার এইটে উঠলে সোমবারই বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগা যাবে। সেই যাওয়াটা হবে আইসিসির চার্টার্ড করা বিমানেই। তবে সেই বিমানযাত্রার সময়টা এখনো জানা নেই। তা সকালেও হতে পারে, দুপুরেও। এ কারণেই ঈদের নামাজ পড়ার কাজটা সেরে ফেলা বলেই ভালো করেছে বাংলাদেশ দল।
ক্রিকেটাররা ঈদের নামাজ পড়ে নিজেদের মতো করে একটু ঈদ উদ্যাপন করেছেন। সেই উদ্যাপন বলতে কোলাকুলি আর ফেসবুকে ছবি দেওয়াই। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ। যেটিতে জিতলে সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ।
বাংলাদেশে এই ম্যাচ শুরু হবে ঈদের দিন সকালে। বাংলাদেশ জিতলে ক্রিকেটাররা যেমন ঈদের দিনে জয়ের আনন্দ পাবেন, বাংলাদেশের মানুষও তা পাবে ঈদের দিনেই। আনন্দটা তাতে নিশ্চয়ই আরও অনেক বেড়ে যাবে।