ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে হোটেলভাড়া বেড়ে গেছে ১০ গুণ
এই মুহূর্তে আহমেদাবাদের ওয়েলকাম হোটেলে থাকতে চাইলে এক দিনের জন্য ৫ হাজার ৬৯৯ রুপি খরচ করতে হবে আপনাকে। আর রেনেসাঁ আহমেদাবাদ হোটেলে এক দিনের জন্য খরচ করতে হবে ৮ হাজার রুপি। কিন্তু আপনি যদি আগামী ১৫ অক্টোবরের জন্য আগাম কক্ষ বুক করতে চান, তাহলে ওয়েলকাম হোটেলে দিতে হবে ৭২ হাজার রুপি, রেনেসাঁয় আরও বেশি—৯০ হাজার ৬৭৯ রুপি।
শুধু এই দুই হোটেলেই নয়, আহমেদাবাদের বেশির ভাগ ভালো মানের হোটেলেই ১৫ অক্টোবরের জন্য কক্ষ ভাড়া নিতে চাইলে বর্তমানের তুলনায় ৫ থেকে ১৫ গুণ পর্যন্ত বেশি ভাড়া দিতে হবে। হোটেলভাড়ায় এমন আগুন লেগে যাওয়ার কারণ ভারত-পাকিস্তান ম্যাচ। ওই দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের লিগ পর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে মঙ্গলবার চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরেই দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। টিকিট বিক্রি শুরুর আগেই ম্যাচ ভেন্যুর শহরে থাকাটাই নিশ্চিত করতে চেয়েছেন দর্শক।
পিটিআইর খবর উদ্ধৃত করে ডেকান হেরাল্ড জানিয়েছে, সূচি প্রকাশের পরপর ভারত-পাকিস্তান ম্যাচের দিন আহমেদাবাদের বিভিন্ন হোটেলের ভাড়া গড়ে ১০ গুণ বেড়েছে। যার মধ্যে কিছু হোটেলের কক্ষভাড়া লাখের ঘর ছুঁয়েছে। এরই মধ্যে কিছু হোটেলের অনেক কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানানো হয় প্রতিবেদনে।
পিটিআই জানিয়েছে, আহমেদাবাদে বিলাসবহুল হোটেলগুলোর কক্ষভাড়া গড়ে ৫ হাজার থেকে ৮ হাজারের মধ্যে হয়ে থাকে। ওই কক্ষগুলোই ১৫ অক্টোবরের জন্য ৪০ হাজার থেকে ১ লাখ রুপি ছুঁয়েছে। হোটেলকক্ষ বুকিংয়ের জনপ্রিয় সাইট বুকিং ডটকম ঘেঁটে দেখা গেছে, আগামী ২ জুলাই যে কক্ষের ভাড়া সাড়ে পাঁচ হাজার রুপি, সেটিই ১৫ অক্টোবরের জন্য ৭২ হাজার রুপিতে উঠে গেছে। যেমন বাজেটবান্ধব হোটেল হিসেবে পরিচিত সবরমাতি রিভারফ্রন্টের সাধারণ সময়ের ভাড়া ৩ হাজার রুপি, কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের দিনের ভাড়া ২৭ হাজার ২৩৩ রুপি।
গুজরাটের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশনের (এইচআরএ) মুখপাত্র অভিজিৎ দেশমুখ জানান, অনাবাসী ভারতীয় ও অন্য রাজ্যে থাকা উচ্চমধ্যবিত্ত ক্রিকেট দর্শকদের তীব্র চাহিদার সঙ্গে সংগতি রেখে কক্ষভাড়া বৃদ্ধি করা হয়েছে, ‘হোটেলমালিকেরা যখন নির্দিষ্ট একটি সময়ে তীব্র চাহিদা আছে বুঝতে পারেন, তাঁরা এখান থেকে লাভ তোলার চেষ্টা করেন। কারণ, বেশি মূল্যেও কক্ষ ভাড়া হবে বিশ্বাস থাকে। আর বাইরে থেকে আসা ক্রিকেট দর্শকেরা বিলাসবহুল হোটেলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।’
বিলাসবহুল হোটেলগুলোর ভাড়া বাড়লেও কম দামি হোটেলগুলোতে এখনো সেভাবে প্রভাব পড়েনি বলেও জানিয়েছেন দেশমুখ।